তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের খাগড়াগড়। তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে পঞ্চায়েত সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ইনসান আলি নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজও হাসপাতালে ভর্তি।
শনিবার সন্ধ্যায় খাগড়াগড়ে সরাইটিকর এলাকায় তৃণমূল নেতা আহমেদ আলি মণ্ডলের সঙ্গে পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজের গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। দুপক্ষই একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ করেছে। শেখ ফিরোজের দাবি, তার ওপর আহমেদ আলির অনুগামীরা হামলা চালিয়েছে। পালটা আহমেদ আলির অনুগামী ইনসান আলির ওপর হামলা হয়েছে বলে দাবি করছে তার অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী ও RAF. এই ঘটনায় রাত পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, স্থানীয় বিবাদ থেকে সংঘর্ষ হয়েছে। আক্রান্ত ইনসান আলির দাদার দাবি, এলাকা দখলে রাখতে ভাইয়ের ওপর হামলা চালিয়েছে শেখ ফিরোজ। তিনি বলেন, ফিরোজ এলাকার কোনও উন্নয়ন করে না। ওর লক্ষ্য এলাকার দখল রেখে রোজগার করা। আমার ভাইয়েরা সক্রিয় হলে ওর আয় বন্ধ হয়ে যাবে। তাই হামলা করেছে।
এই নিয়ে বিজেপির কটাক্ষ, তোলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলে তো কোন্দল লেগেই আছে। এ আর নতুন কী? আর এতে বিপদে পড়ছেন সাধারণ মানুষ।
রবিবার সকালেও গোটা এলাকায় পুলিশ মোতায়েন ছিল। এলাকা ছিল থমথমে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক