অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে আরও দুই বছরের জন্য ধরে রাখল ইস্টবেঙ্গল এফসি। প্রিয় ক্লাবের সঙ্গে ২০২৬-২৭ মরশুম পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন সৌভিক চক্রবর্তী। গত কয়েকটি মরশুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠে ভরসার প্রতীক হয়ে উঠেছেন সৌভিক, অধিনায়কের দায়িত্বও সামলেছেন। প্রায় প্রতিটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন এবং কোচদের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
চুক্তি নবীকরণ প্রসঙ্গে ইস্টবেঙ্গল এফসির হেড অফ ফুটবল থাংবোই সিংতো বলেন, ‘সৌভিকের সঙ্গে আরও দুই মরশুমের চুক্তি বাড়াতে পেরে আমরা আনন্দিত। তিনি একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী ও কঠোর পরিশ্রমের প্রতীক। তিনি ইস্টবেঙ্গলের মূল মূল্যবোধের প্রতিনিধি এবং তরুণ খেলোয়াড়দের জন্য এক উজ্জ্বল অনুকরণীয়।’
২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৫টি শীর্ষ স্তরের ম্যাচে মাঠে নামেন সৌভিক, যার মধ্যে মাঠে কাটানো সময় ৪,৬০১ মিনিট। তার ইস্টবেঙ্গল কেরিয়ারে এখন পর্যন্ত একটি গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে।
২০২৪-২৫ মরশুমে, তিনি সকল প্রতিযোগিতা মিলিয়ে ২৮টি ম্যাচে অংশ নিয়ে ২,১৪৯ মিনিটের বেশি খেলেছেন। গত মরশুমে থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে নিজের একমাত্র গোলটি করেছেন সৌভিক।
আইএসএল ২০২৪-২৫ মরশুমে সৌভিকের পরিসংখ্যান:
ম্যাচ: ২০টি
মিনিট: ১,৫৬০
রিকভারি: ৬৬টি
ক্লিয়ারেন্স: ২১টি
ইন্টারসেপশন: ১৯টি
সফল ডুয়েল: ৪৪টি
সফল এরিয়াল ডুয়েল: ১২টি
পাসিং অ্যাকুরেসি: ৭৮%
ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেন, ‘সৌভিক কেবল একজন দক্ষ ফুটবলারই নন, তিনি দলের হৃদয় ও আত্মার প্রতীক। মাঠে ও মাঠের বাইরে তার পেশাদারিত্ব দলের সংস্কৃতিকে তুলে ধরে। তিনি তরুণদের জন্য আদর্শ রোল মডেল।’
চুক্তি নবায়ন নিয়ে সৌভিক বলেন, ‘গত তিন মরশুম ধরে এই ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। সুপার কাপ জয় এবং নানা স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। আগামী দু’বছর আরও ভালো পারফর্ম করে দলের জন্য সাফল্য আনার লক্ষ্য রাখছি। তরুণদের অনুপ্রাণিত করাই এখন আমার দায়িত্ব। জয় ইস্টবেঙ্গল!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।