খড়গপুরে প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্যে মারধরের ঘটনায় এখনও অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে গ্রেফতার করেনি পুলিশ। ওদিকে আক্রান্ত বাম নেতার সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন স্থানীয় বিধায়ক দিলীপ ঘোষ। অনিলবাবুকে পাশে দাঁড় করিয়ে তিনি বলেন, এই ধরণের মহিলাদের আমরা সমাজ থেকে আলাদা করব। আর যে ছোটলোক নেতারা এই মহিলাদের পিছনে রয়েছে তাদের প্রকাশ্যে আনব।বুধবার খড়গপুরে অনিলবাবুর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন দিলীপবাবু। প্রবীণ বাম নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যে অপরাধ করেছে সে থানায় বসে চা খেয়ে এসেছে। FIR করার আগেই তৃণমূল নেতা থানায় পৌঁছে যাচ্ছে। কী FIR হবে সে লিখে দিচ্ছে। একজন সাধারণ মানুষ থানায় গেলে চার দিন ঘোরায় পুলিশ। একটা FIR নেয় না। এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তাহলে মানুষ কার কাছে যাবে? TMC তৃণমূল শুধু পুরসভা জিতেছে তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে সাংসদ, বিধায়ক – সাংসদ জিতলে কী করবে?’দিলীপবাবুর দাবি, ‘এই মহিলারাই আমার সঙ্গে এই ধরণের অপকর্ম করতে চেয়েছিল। আমাকে বিক্ষোভ দেখিয়েছিল। আমার গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। এই ধরণের মহিলাদের আমরা সমাজ থেকে আলাদা করব। আর যে ছোটলোক নেতারা এই মহিলাদের পিছনে রয়েছে তাদের প্রকাশ্যে আনব।’