বাংলা থেকে বলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর হল। এখন হিন্দি ছোট পর্দায় দারুণ পরিচিত মুখ তিনি। একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছেন। রাত পোহালেই অর্থাৎ ৪ জুলাই নায়িকার জন্মদিন। উইকিপডিয়া অনুসারে অদ্রিজা রায় ২৬ বছরে পা দিতে চলেছেন। আর নিজের বিশেষ এই দিনটা বেশ অন্যরকম ভাবে কাটাতেই থাইল্যান্ড গেলেন নায়িকা। সঙ্গে গেলেন বিশেষ বন্ধুও! জানেন তিনি কে?
বৃহস্পতিবার অভিনেত্রী ইনস্টাগ্রামে থাইল্যান্ডে পৌঁছে তোলা কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সাদা টাউজার ও সাদা টপে নায়িকাকে দেখা যায়। তাঁর চোখে ছিল রোদ চশমা। হালকা মেকআপে দারুণ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। আর অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বিশেষ বন্ধু, জানেন তিনি কে? তিনি হলে টলিপাড়ার অন্যতম এক উজ্জ্বল মুখ। বর্তমানে তিনিও বলিউড কাঁপাচ্ছেন। নিশ্চয়ই ভাবছেন তিনি কে? তিনি হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
আরও পড়ুন: বনি-কৌশানির একসঙ্গে পথ চলার ১০ বছর, কেক কেটে হল উদযাপন! জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম
টলিপাড়া থেকে অদ্রিজা ও দেবচন্দ্রিমার দারুন বন্ধুত্ব। মুম্বইতে গিয়েও সেই বন্ধুত্ব অটুট। হিন্দুস্থান টাইমস বাংলাকে একবার দেবচন্দ্রিমা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুম্বইয়ে কাজের ফাঁকে তাঁরা একে অপরের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন। এমন কী একসঙ্গে খাওয়া দাওয়াও করেন। তাই জন্মদিনেও বন্ধুর সঙ্গেই থাকলে তিনি। দেবচন্দ্রিমাকে লাল টপ ও জিন্সে দেখা যায়।
অদ্রিজা তাঁদের থাইল্যান্ড পৌঁছনোর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘থাইল্যান্ড, হাসি আর জন্মদিন আমি কখনও ভুলবো না। এই বিরতির জন্য, এই জায়গার জন্য, এই মানুষগুলোর কাছে আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন: 'সিস্টেম খারাপ ছিল…', কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার মৃত্যু প্রসঙ্গে বাবা রামদেব
তাঁর পোস্ট দেখে অনুরাগীরাও ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘হে বেবি গার্ল, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালো থাকো।’ আর একজন লেখেন, ‘জন্মদিনের আগাম শুভেচ্ছা।’ তাঁর আর এক অনুরাগী লেখেন, ‘জন্মদিনের আগাম শুভেচ্ছা বেবি ডল।’
প্রসঙ্গত, অদ্রিজা রায় ‘বেদেনি মলুয়ার কথা’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর বাংলায় ‘সন্ন্যাসী রাজা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’ মতো সিরিয়ালে কাজ করেছেন। তিনি ‘পরিণীতা’ মতো বাংলা ছবিতেও কাজ করেছেন। তারপর পাড়ি দেন মায়ানগরী মুম্বইতে। সেখানে ইতিমধ্যেই ‘ইমলি’, ‘কুণ্ডলী ভাগ্য’, ‘অনুপমা’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন।