মহারাষ্ট্রে নিয়ম ভাঙছে অনলাইনে বাইকে গন্তব্যে পৌঁছে দেওয়া এক সংস্থা। এবার বিষয়টি খতিয়ে দেখতে খোদ রাস্তায় নামলেন পরিবহণ মন্ত্রী প্রতাপ সার্নিক। তিমি শুধু বাইক 'বুকই' করেননি, বরং পিক-আপের জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে চালকের সঙ্গে দেখাও করেন।তাঁকে উপহারও দেন।
জানা গেছে, সম্প্রতি মহারাষ্ট্রে নিয়ম ভাঙছে 'বাইক ট্যাক্সি'-র এক সংস্থা।এই বিষয়ে একাধিক অভিযোগ কানে এসেছে পরিবহণ মন্ত্রীরও। আর তা হাতেনাতে ধরতে রাস্তায় নামলেন মন্ত্রী প্রতাপ সার্নিক। তিনি অনলাইনে ‘বুক’ করেছিলেন ওই সংস্থার এক বাইক ট্যাক্সি। সময় মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছেও যান বাইক চালক। কিন্তু চালক সেখানে আসতেই হতবাক হয়ে যান। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী।ইতিমধ্যে এই ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেখানে দেখা গেছে, মন্ত্রী ওই বাইক চালকের ভুল ধরিয়ে দিচ্ছেন এবং কী ভাব নিয়মভঙ্গ হচ্ছে তা বোঝাচ্ছেন।প্রতাপ সার্নিক বলেন, 'আমি পরিবহণ মন্ত্রী। এই নিয়মগুলি আপনার সুবিধার জন্য করা হয়েছে। আপনি এতদূর এসেছেন, তাই আমি আপনাকে ৫০০ টাকা দিচ্ছি।' কিন্তু ওই বাইক চালক কিছুতেই সেই টাকা জারি হচ্ছিলেন। শেষ পর্যন্ত চালক নির্দিষ্ট সময়ে তাঁর কাছে আসার জন্য মন্ত্রী তাঁকে জোর করে ৫০০ টাকা উপহার দেন। মন্ত্রী আরও বলেন, 'চালককে শাস্তি দিয়ে আমাদের কোনও লাভ নেই। তবে আসল দোষ অবৈধ কার্যক্রম পরিচালনাকারীদের উপর বর্তায়। আমাদের লক্ষ্য সেখানেই।'
আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহারাষ্ট্রের মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।অনেকে যেমন সরাসরি পদক্ষেপ নেওয়ার জন্য সার্নিকের প্রশংসা করেছেন, তেমন কেউ কেউ তাঁকে র্যাপিডোর মতো বাইক ট্যাক্সি পরিষেবা বৈধ করার কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এক্স বার্তায় মন্ত্রী নিজেই জানান, 'মন্ত্রকের ট্রাপ অপারেশন—অবৈধ র্যাপিডোর বাইক ট্যাক্সি পরিষেবার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা।' এরপরেই একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সাবাশ! কর্মচারী এবং উদ্যোক্তাদের দিকে নজর দেওয়া হচ্ছে। যদি তারা গণপরিবহনের দিকে মনোনিবেশ করত, তাহলে দ্রুতগতির প্রয়োজন হত না।' অন্য একজন লিখেছেন, 'স্যার, দয়া করে বাইক ট্যাক্সিকে বৈধ করুন। র্যাপিডো, ওলা, উবের বা অন্য কোনও অ্যাপের মাধ্যমে। এটি যাত্রার সময়ও বাঁচায় এবং এই বাইক ট্যাক্সিগুলি সহজেই স্বল্প দূরত্বের জন্য আসে। যেখানে সাধারণ রিকশা এবং ক্যাব আসতে প্রত্যাখ্যান করে। এটি সকলের জন্য খুবই সুবিধাজনক।'
উল্লেখ্য, মহারাষ্ট্র সরকার নতুন নিয়ম চালু করছে। তাতে কেবলমাত্র ইলেকট্রিক বাইককেই শুধু ‘বাইক ট্যাক্সি’ হিসাবে ব্যবহার করা যাবে। জুলাই মাসে অনুমোদিত হওয়ার পর এই নীতিটি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সঠিক নিয়মকানুন না থাকার কারণে, রাজ্যে সমস্ত বাইক ট্যাক্সি অবৈধ রয়ে গেছে। কম খরচে রাইড অফার করে এমন সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি র্যাপিডো।কিন্তু আদালতে আইনি অনুমতির নথি জমা দিতে ব্যর্থ হওয়ার পরে মহারাষ্ট্রে নিষিদ্ধ করা হয় এই সংস্থার বাইক পরিষেবা।