নওশাদের জামিনে খুশি, আটকে থাকায় কষ্ট পাচ্ছিলাম,মন্ত্রীর গলায় অন্য সুর
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2023, 10:41 PM ISTSatyen Pal
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নওশাদের গ্রেফতারির জেরে সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘুদের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন তৃণমূলের দিক থেকে। এমনটাই করছেন অনেকে। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংখ্যালঘুরা চটে গেলে তার মাসুল গুনতে হতে পারে শাসকদলকে।
নওশাদ সিদ্দিকী।
জেলে থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে বার বারই সরব হতেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দীর্ঘ ৪২দিন পরে জেল থেকে মুক্তি পেয়েছেন নওশাদ। এদিকে নওশাদকে এতদিন জেলবন্দি করে রাখা নিয়ে এর আগেই মতবিরোধ তৈরি হচ্ছিল শাসকদলের অন্দরে। তবে প্রকাশ্য়ে সেভাবে কেউ মুখ খুলছিলেন না। আড়ালে আবডালে অনেক কথা চলছিল। কিন্তু সাগরদিঘিতে ভরাডুবির পরে এবার অন্য সুর তৃণমূল নেতার গলায়। বলা ভালো খোদ মন্ত্রীর গলায়।
এবার নওশাদের জামিনের জেরে ব্যক্তিগতভাবে প্রকাশ্য়েই খুশির কথা জানালেন রাজ্য়ের পরিবহনমন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি শেওড়াফুলিতে এসেছিলেন। সেখানেই তিনি এনিয়ে মতামত প্রকাশ করেন।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নওশাদের গ্রেফতারির জেরে সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘুদের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন তৃণমূলের দিক থেকে। এমনটাই করছেন অনেকে। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংখ্যালঘুরা চটে গেলে তার মাসুল গুনতে হতে পারে শাসকদলকে। তবে কি সেই আশঙ্কাতেই এবার নওশাদের মুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী?
তিনি বলেন, আমরা যখন বিরোধী ছিলাম আমরাও কেস খেয়েছি মার খেয়েছি। জেলে আটকে থাকতে হয়েছে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, সংখ্যালঘু কিংবা হিন্দু মুসলিম আলাদা কিছু আমরা ভাবি না। সবাই একসঙ্গে মিলে এই বাংলায় থাকি। যে যার ধর্ম পালন করে। কারণ ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। আমরা যখন কাজ করি তখন মিলেমিশে করি। প্রার্থী নির্বাচন হয় যোগ্যতার নিরিখে। তৃণমূল ধর্ম দেখে প্রার্থী বাছাই করে না। তৃণমূল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ।