বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dengue in Howrah: হাওড়ায় দু-সপ্তাহে ডেঙ্গিতে মৃত ২, পুরসভার গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা
পরবর্তী খবর
গত কয়েকদিনে হাওড়া পুরসভার সহ কলকাতা এবং বিধাননগর পুরসভা এলাকায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। গত মাসে ডেঙ্গিতে হাওড়া পুরসভায় মৃত্যু হয়েছে দুজনের। তারপরও পুরসভার পক্ষ থেকে তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। এলাকার আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে নর্দমা পরিষ্কার পুরসভার পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, নর্দমা পরিষ্কারের জন্য পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে নর্দমাতে যেভাবে ময়লা জমে রয়েছে তা মশার উপযুক্ত আঁতুড় ঘরে পরিণত হয়েছে। তা থেকেই ডেঙ্গি মশার বংশবৃদ্ধি হচ্ছে। এর পাশাপাশি পুরসভার তরফ থেকে এখন মশা মারার জন্য স্প্রে করা হচ্ছে না। সব মিলিয়ে পুরসভার তৎপরতার অভাবকেই ডেঙ্গি বৃদ্ধির জন্য দায়ী করেছে স্থানীয়রা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।