পরবর্তী খবর
জাতীয় অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ। অভিযোগও যেমন তেমন নয়, ইডি অফিসার সেজে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে শেখ জিন্নাহ আলি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বুধবার সকাল থেকে অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে ইডি।
জানা গিয়েছে, নিজেকে ইডি আধিকারিক পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় লক্ষ টাকা প্রতারণা করেছেন শেখ জিন্নাহ আলি। ইডির কাছে এমনই অভিযোগ করেছেন সেই ব্যবসায়ী। অভিযোগ পেয়ে বুধবার সকালে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার খেমতা গ্রামে হাজির হন ইডি আধিকারিকরা। সেখানে জিন্নাহ আলির প্রাসাদোপম অট্টালিকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পর বাড়ির ভিতরে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। তবে দুপুর পর্যন্ত সেখানে কী পাওয়া গিয়েছে তা জানা যায়নি।