এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে হাজতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেতা অর্পিতা মুখোপাধ্যায়। এবার এই মামলার জট খুলতে বিস্ফোরণ ঘটাতে পারেন তিনি। বিচারকের কাছে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিতে পারেন অর্পিতা। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই অর্পিতার দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা। তবে অর্পিতা প্রথম থেকেই জানিয়ে এসেছেন যে এই টাকা তাঁর না। এই আবহে স্বভাবতই প্রশ্ন উঠেছে এই টাকা কার? বিভিন্ন সময়ে পার্থ হেয়ালিতে জল্পনা আরও বেড়েছে।
তবে সূত্রের খবর, অর্পিতার গোপন জবানবন্দি গ্রহণ নিয়ে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে ইডি। অর্পিতার জবানবন্দিতে মামলার উপর কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই আবহে লিগাল সেলের সম্মতি পেলে ১৬৪ ধারায় বিচারকের সামনে গোপন জবানবন্দি দিতে বলা হতে পারে অর্পিতাকে। আর তা হলে পার্থ চট্টোপাধ্যায়ের উপর আরও চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মোচ্ছব-ফূর্তি করছে সরকার’, বকেয়া DA নিয়ে সুর চড়াল বিরোধীরা,কর্মবিরতিতে কর্মীরা
ইডি সূত্রে দাবি করা হয়েছে, জেলে গিয়ে অর্পিতাকে তদন্তকারীরা যখন জিজ্ঞাসাবাদ করেন, সেই সময় একাধিক বিস্ফোরক দাবি করেন অর্পিতা। এই আবহে তদন্তকারীরা অর্পিতার থেকে জানতে চান যে তিনি এই সব বয়ান বিচারকের সামনে বলবেন কি না। এই প্রশ্নের জবাবে নাকি অর্পিতা জানিয়ে দেন তিনি গোপন জবানবন্দি দিতে প্রস্তুত।
আরও পড়ুন: পুজোয় ক্লাবগুলোকে অনুদান ২৫৮ কোটি! বকেয়া DA কবে দেবে রাজ্য সরকার? মিলছে না হিসেব