বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BGBS 2022: ‘বিনিয়োগের আদর্শ জায়গা বাংলা’, বাণিজ্য সম্মেলনে মমতার প্রশংসায় ধনখড়
পরবর্তী খবর
আজকে থেকে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তব্য দিয়ে আজকের এই সম্মেলনের সূচনা হয়। আজ রাজ্যপালের গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায়। পাশাপাশি শিল্পপতিদের উদ্দেশে রাজ্যপালের বার্তা, বাংলা জ্ঞানের পীঠস্থান। এই রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান রাজ্যপাল। এর আগে বিভিন্ন সময়ে বাণিজ্য সম্মেলন এবং বিভিন্ন ‘মেলা’ নিয়ে রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করে বিড়ম্বনায় ফেলেছেন। তবে আজকে মমতার প্রশংসা শোনা গেল তাঁর গলায়। পাশাপাশি বাণিজ্য সম্মেলনের এই উদ্যোগের প্রশংসাও করেন ধনখড়।