বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur Student Death: উপাচার্য নিয়োগের পরদিন পদত্যাগ ডিন অফ সায়েন্সের, তদন্ত কমিটির শীর্ষে ছিলেন তিনি
পরবর্তী খবর
Jadavpur Student Death: উপাচার্য নিয়োগের পরদিন পদত্যাগ ডিন অফ সায়েন্সের, তদন্ত কমিটির শীর্ষে ছিলেন তিনি
1 মিনিটে পড়ুন Updated: 20 Aug 2023, 05:18 PM ISTChiranjib Paul
এদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও অফিসে আসেন সদ্য দায়িত্বে নেওয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। এর পরই দুপুর নাগাদ নিজের পদত্যাগ পত্র ইমেলের মাধ্যমে উপাচার্যকে পাঠিয়ে দেন সুবিনয় চক্রবর্তী।
ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পরদিনই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্র মৃত্যুর পর তাঁকে মাথায় রেখে তদন্ত কমিটি করা হয়েছিল। সেই সুবিনয় চক্রবর্তী রবিবার সকালে পদত্যাগের কথা জানিয়ে দেন কর্তৃপক্ষকে। পদত্যাগের কারণ তিনি ব্যক্তিগতই জানিয়েছেন। তার এই পদত্যাগের বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্র মৃত্যুর তদন্ত কিছুটা ধাক্কা খেল।
শনিবার রাতে অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাযার্চের দায়িত্ব দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার ঠিক পরদিনই এই পদত্যাগ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।
এদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও অফিসে আসেন সদ্য দায়িত্বে নেওয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। এর পরই দুপুর নাগাদ নিজের পদত্যাগ পত্র ইমেলের মাধ্যমে উপাচার্যকে পাঠিয়ে দেন সুবিনয় চক্রবর্তী। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েন ডিন অফ সায়েন্স। তবে অনেকই মনে করছেন এর পিছনে অন্যকোনও কারণ থাকতে পারে। তবে উপাচার্য দায়িত্ব নেওয়ার পরই এই পদত্যাগ নানা প্রশ্ন তুলে দিচ্ছে।
গত ৯ অগস্ট প্রথমবর্ষের ছাত্রে মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি কমিটি তৈরি মাথায় রাখা হয় সুবািনয় চক্রবর্তীকে।