শ্বাসনালীতে আটকে গিয়েছিল একটি ধাতব স্প্রিং। তারফলে শ্বাসকষ্ট এবং কফের সঙ্গে রক্তপাতের সমস্যা হচ্ছিল তরুণের। শেষ পর্যন্ত মনিপাল হাসপাতালে স্বস্তি পেলেন তরুণ। চিকিৎসকরা রোগীর শ্বাসনালী থেকে ২ সেন্টিমিটার মাপের ওই স্প্রিংটি বের করেন। ওই রোগীর নাম সুফিয়ান আলি (২১)। তিনি জামশেদপুরের বাসিন্দা।
আরও পড়ুন: হিজাবের পিন আটকে গিয়েছিল কিশোরীর শ্বাসনালীতে, বের করলেন চিকিৎসকরা
সুফিয়ান দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে প্রচুর কফের সমস্যা দেখা দেয়। পরে কফের সঙ্গে রক্তপাত শুরু হয়। সমস্যার সমাধানে একাধিক ইএনটি বিশেষজ্ঞর কাছে যান তিনি। তারা বেশ কিছু ওষুধও দেন সুফিয়ানকে। এরফলে কফ থেকে অস্থায়ীভাবে রক্তপাত বন্ধ হয় ঠিকই কিন্তু, মূল সমস্যার সমাধান হচ্ছিল না। ফের তার কফের সমস্যা হতে থাকে। আর সেই সঙ্গে মাঝে মাঝেই জ্বর আসতে থাকে। শরীরের ওজনও কমতে থাকে। তখন মনিপাল হাসপাতাল ব্রডওয়েতে যান সুফিয়ান।সেখানে হাসপাতালের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডঃ অপর্ণা চট্টোপাধ্যায়ের অধীনে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চিকিৎসকরা জানাচ্ছেন, উপসর্গ দেখে শুরুতে বোঝাই যায়নি যে আসলে শ্বাসনালীতে ছুঁচলো ধাতব স্প্রিং আটকে রয়েছে। এই ধাতব বস্তু আটকে ছিল ফুসফুসের বাম সাবকারিনালে। অর্থাৎ শ্বাসনালী ও ফুসফুসের সংযোগস্থলে।