বর্ধমান থেকে ফিরে সোজা রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে গাড়ি আচামকা ব্রেক কষলে তিনি মাথায় ও হাতে আঘাত পান। কিন্তু তিনি সেই অবস্থাতেই রাজভবনে যান।
কী কারণে তিনি রাজভবনে গিয়েছেন তা জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে এসে বলেন, 'রাজ্যপালের সঙ্গে বৈঠক ভালই হয়েছে। সৌজন্যমূলক ভাবে হয়েছে। আগামী ২৬ তারিখ আমি আবার আসব।'
তবে সূত্রের খবর তাঁর সঙ্গে একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের আলোচনা হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনও থাকতে পারে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়া খবর শুনে রাজ্যপালকে তাঁকে ফোন করেন। তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান। পরে মমতা কলকাতায় ফিরে সরাসরি রাজভবনে চলে যান। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে বৈরিতার মধ্যে থাকা কোনও বিষয় নিয়ে যে আলোচনা হয়নি তা স্পষ্ট।
সম্প্রতি কালে নানা বিষয় নিয়ে রাজ-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের অধীনস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ থেকে আরম্ভ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থতি।