রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অনুমিতই ছিল। অস্ট্রেলিয়ায় ব্যাটার ও অধিনায়ক হিসেবে ব্যর্থতার পর, ৩৮ বছর বয়সি এই ক্রিকেটারের সময়টা যেন খারাপ হতে চলছিল। মেলবোর্ন টেস্টের পর যখন রবিচন্দ্রন অশ্বিন অবসর নেন, তখন অনেকেই ধরে নিয়েছিলেন যে রোহিতই হবেন পরবর্তী। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয়। তবে কয়েক মাস পরে মাইকেল ক্লার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত ইংল্যান্ড সফর নিয়ে উৎসাহ প্রকাশ করেন এবং স্পষ্ট পরিকল্পনার কথাও জানান। এতে অনেকেই মনে করেছিলেন, রোহিতের মধ্যে এখনও খেলা চালিয়ে যাওয়ার খিদে রয়েছে।
কিন্তু সেই আশায় জল ঢেলে যায় ৭ মে, যখন রোহিত হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। কীভাবে এবং কেন এই সিদ্ধান্ত, তা হয়তো আমরা কোনোদিন জানব না, কিন্তু এটা পরিষ্কার ছিল যে রোহিতকে হয়তো এই সিদ্ধান্ত নিতে ‘ঠেলে’ দেওয়া হয়েছিল। যাই হোক, সেই বিষয়টা দু’মাস কেটে গেছে, এবং ভারতের টেস্ট দল এখন শুভমন গিলের নেতৃত্বে নতুন যাত্রা শুরু করছে। কিন্তু রোহিতের প্রভাব এখনও দলের মধ্যে স্পষ্ট।
যখন ঋষভ পন্ত ও দলের বাকি সদস্যরা ইংল্যান্ড সফরে যাচ্ছিলেন, তখন এক সাংবাদিক রোহিত সম্পর্কে জানতে চাইলে পন্ত মজা করে বলেন, ‘ও গার্ডেন-এ আছে।’
এমনকি দ্য কাপিল শর্মা শো-তেও, যখন পন্তকে জিজ্ঞেস করা হয়, ‘টিমে সেই ‘জেঠানি’-র মতো কে যে সবাইকে হুকুম দেয় কে, জোর খাটায়, সিনিয়রিটি দেখায় কে?’ – পন্ত সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘রোহিত ভাই এমনই। রোহিত ভাই খুব স্ট্রংলি আসে।’ অবশ্যই সবটাই মজার ছলে হয়েছিল।
সেই সময় ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, যিনি পন্ত, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেসে ফেলেন আর বলেন, ‘এখন তো অবসর নিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এখন নাম নাও, এখন তো অবসর নিয়েছে!’
নীচে ক্লিপটি দেখুন:
রোহিত এর আগেও দু’বার দ্য কাপিল শর্মা শো-তে এসেছেন – একবার ২০২৩ বিশ্বকাপ হারের পর এবং আরেকবার জয়ের পর। বর্তমানে তিনি স্ত্রী ঋতিকা, কন্যা সামায়রা এবং পুত্র আহানের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে তিনি একের পর এক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করছেন। রোহিতের অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে ফেরার কথা ছিল, কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে যাওয়ায় এখন তিনি অক্টোবরেই মাঠে ফিরবেন – যদি না তার আগে বিসিসিআই অন্য কোনও সীমিত ওভারের সিরিজের আয়োজন করে।