কুন্তলের নাবালক দুই সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে দফায় দফায় সাড়ে তিন কোটি টাকা ঢুকেছিল। পরে সেই টাকা জমা পড়ে অন্য অ্যাকাউন্টে। কুন্তলের নাবালক দুই সন্তানের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা জমা ছিল। ইতিমধ্যেই সোমাকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী শুক্রবার ফের তাঁকে ডাকা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ছবি (ANI Photo)
তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ একের পর এক নাম ভাসিয়ে দিলেও চাঞ্চল্যকর তথ্য জোগাড় করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই নিয়োগ দুর্নীতির ডিল ফাইনাল হতো সোমা চক্রবর্তীর পার্লারে বলে তদন্তে নেমে তথ্য পেল ইডি। পার্লারের নাম ‘নেইল লাউঞ্জ @ সিসি’। আর ইংরেজি ভাষায় একটা কেতাদুরস্ত ট্যাগলাইন। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আসুন, পায়ের উপর পা তুলে বসুন এবং শ্যাম্পেনের গ্লাস হাতে উপভোগ করুন।’ ঠিকানা, সল্টলেক সিটি সেন্টার। অযোগ্যদের কাছে চাকরি বিক্রির অন্যতম ঠিকানা ছিল কুন্তল ঘোষের ‘বান্ধবী’ সোমার এই নেইল পার্লার বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দাদের।
একদিকে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিয়েছিল কুন্তল ঘোষ। আবার সামনে আনা হয় সোমা চক্রবর্তীর নাম। ইডি সূত্রে খবর, বাঁকা পথে স্কুলে নিয়োগের জন্য যে বা যারা কুন্তলের সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রাখত, তাদের একটা বড় অংশ সিটি সেন্টারের এই নেইল পার্লারে গিয়ে ‘ডিল’ ফাইনাল করেছে। এমনকী এই কাজের জন্য ‘ক্যাশ রিসিভিং’ কাউন্টারের কাজও করেছে সোমা চক্রবর্তীর ওই ‘সাজ ঘর’। সেখানেই জমা নেওয়া হতো চূড়ান্ত করা দক্ষিণা।