বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Stress Relief Tips: স্ট্রেস কমাতে কী কী এক্সারসাইজ করা উচিত? রাতে এই কাজটাও করুন, টিপস মনোবিদের
পরবর্তী খবর

Stress Relief Tips: স্ট্রেস কমাতে কী কী এক্সারসাইজ করা উচিত? রাতে এই কাজটাও করুন, টিপস মনোবিদের

অফিস রিপ্লেসমেন্ট পাবে, পরিবার পাবে না, স্ট্রেসের জন্য যাঁরা চরম সিদ্ধান্ত নেন, তাঁদের মানসিকভাবে চাঙ্গা করার টিপস দিলেন মনোবিদ। (ছবি সৌজন্যে Pixabay)

অফিস রিপ্লেসমেন্ট পাবে, পরিবার পাবে না, স্ট্রেসের জন্য যাঁরা চরম সিদ্ধান্ত নেন, তাঁদের মানসিকভাবে চাঙ্গা করার টিপস দিলেন মনোবিদ। অফিসের স্ট্রেস কমাতে কী কী করা উচিত? কী কী এক্সারসাইজ করা উচিত? সেইসব জানালেন।

অফিসে কাজের চাপ, স্ট্রেস- সেই বিষয়গুলো এখনকার দিনে যেন একেবারেই ‘কমন’ হয়ে উঠেছে। সেই মানসিক চাপের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, সেটার প্রমাণ একাধিকবার মিলেছে। কিন্তু তারপরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলে মাঝেমধ্যেই আক্ষেপ করেন মনোবিদরা। আর তারইমধ্যে দিনকয়েক আগে বিশ্বের প্রথমসারির একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কলকাতা শাখার উচ্চপদস্থ এক কর্তার মৃত্যুর ঘটনার পরে কর্মক্ষেত্রে প্রবল চাপ এবং স্ট্রেসের বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, অফিসের স্ট্রেস একটা ভয়ংকর স্তরে পৌঁছে গিয়েছে। কিন্তু কর্মক্ষেত্রের সেই স্ট্রেস কীভাবে কাটাবেন, কী করতে হবে, তা নিয়ে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় আলোচনা করলেন মনোবিদ অরুন্ধতী দাস। কীভাবে স্ট্রেস কাটিয়ে উঠতে পারবেন, কীভাবে জীবনটা রঙিন হয়ে উঠবে, তা নিয়ে একাধিক টিপসও দিলেন।

সেই রেশ ধরে যে কোনও ‘ট্রিটমেন্ট’ শুরুর আগে যেমনভাবে স্বীকার করে নিতে হয় যে কিছু একটা সমস্যা আছে, সেটার উপরেই জোর দিয়েছেন অরুন্ধতী। অর্থাৎ চাকরি করলে বা কাজ করলে যে চাপ থাকবেই, সেটা কোনওভাবে এড়িয়ে যাওয়ার বা লুকোছাপা করার কোনও ব্যাপার নেই। আর সেটা মাথায় রেখেই নিজেকে প্রস্তুত হতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন মনোবিদ।

অফিসের জীবন সব নয়, জোর দিন পার্সোনাল লাইফেও

তাঁর কথায়, ‘কর্মক্ষেত্রের চাপটা অবশ্যম্ভাবী। সেটা আসবেই। কিন্তু অফিসের জীবনকেই যদি আমি সব ধরে নিই, যদি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনের কোনও মূল্য নেই, তাহলে আমাদের মাথায় স্ট্রেস চেপে বসতে বাধ্য। আমাদের ব্যালেন্সটা শিখতে হবে, যাতে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। পেশাদার জীবনে যদি নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বেই। সেটার জন্য আমাদের নিজেদের ছোট-ছোট উদ্যোগ নিতে হবে।’

তিনি জানিয়েছেন, এখন সব অফিসেই মনোবিদ থাকা উচিত। অফিসের বাইরেও অনেকের মনোবিদের সাহায্য নিতে পারেন। কিন্তু সারাজীবন মনোবিদের উপরে নির্ভর করে কাটিয়ে ফেলব, সেটাও ঠিক নয়। সেই পরিস্থিতিতে কিছুটা নিজেকেও উদ্যোগ নিতে হবে। কখনও হয়তো মারাত্মক স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছেন, তাহলে কয়েকটা এক্সারসাইজ রয়েছে। সেগুলি করলে তাৎক্ষণিকভাবে স্ট্রেস কিছুটা কমে।

কোন কোন এক্সারসাইজের পরামর্শ দিয়েছেন?

১) কানের মধ্যে আঙুল রেখে ক্লক-ওয়াইজ ঘোরাতে পারেন। ৩০-৪০ সেকেন্ড করতে হয়। তাহলে স্নায়ুতন্ত্র সচল হয়। কমে উদ্বেগ।

২) চোখের সঞ্চালন বা আই মুভমেন্ট। একবার ডানদিকে করতে হয়। একবার বাঁ-দিকে করতে হয় চোখ।

৩) ডিপ ব্রিথিং টেকনিক আছে। অল্প শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখা। সাত-আট সেকেন্ড পরে নিশ্বাস ছাড়া। তাতেও উদ্বেগ বা দুশ্চিন্তা কিছুটা কমে যায়।

দিনে কিছুটা অত্যন্ত হাঁটাহাঁটি করতে হবে

তাছাড়াও হাঁটাহাঁটির উপরে জোর দিয়েছেন মনোবিদ। অরুন্ধতী জানিয়েছেন, অনেকেই সারাদিন বসে-বসে কাজ করেন। তাঁদের কিছুটা হলেও এক্সারসাইজ করতে হবে। আর সবথেকে ভালো এক্সারসাইজ হল হাঁটাচলা করা। সকালে অফিসে যাওয়ার আগে কমপক্ষে ১০-১৫ মিনিট হাঁটলে ভালো হয়। যেদিন যেদিন সুযোগ থাকছে না, সেদিন অফিসে পৌঁছে লিফটে না করে গিয়ে হেঁটে উঠতে পারেন। এবার ১৬ তলায় অফিস হলে পুরোটাই উঠতে হবে না। পাঁচতলা পর্যন্ত হেঁটে গিয়ে বাকিটা লিফটে করে যেতে পারেন।

'ব্রেক হলেই সিগারেট খেতে গেলাম, তাতে স্ট্রেস বাড়বে'

সর্বোপরি নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন অরুন্ধতী। তিনি জানিয়েছেন, ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে। লাঞ্চ টাইমে ঠিক করে খাবার খেতে হবে সকলকেই। যদি একান্ত সময় না থাকে, তাহলে নিদেনপক্ষে কিছুটা খেয়ে নিতে হবে। কোনও ব্রেক হলেই সিগারেট খেতে চলে গেলাম - সেটা করলেই স্ট্রেস বাড়বে। সেইসব স্বভাব ছেড়ে ঠিকমতো খাওয়া-দাওয়ার উপরে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: Women's Day 2025: পদে পদে স্ট্রেসের ফাঁদ, সুখ কাড়ছে হাজার রোগ, জীবন তবে কীভাবে যাপনীয়? হদিশ দিচ্ছেন চিকিৎসক

'বার্ন-আউট হয়ে গেলে নিজেরই কাজের ক্ষতি হবে'

সেইসঙ্গে যাঁরা প্রবল চাপে আছেন, তাঁদের মানসিকভাবেও চাঙ্গা হতে হবে। অরুন্ধতীর কথায়, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মৃত্যু হলে অফিস একজন রিপ্লেসমেন্ট পেয়ে যাবে। কিন্তু আপনার পরিবার বা প্রিয়জনরা রিপ্লেসমেন্ট পাবে না। যা যাওয়ার, পরিবারেরই যাবে। তাই বার্ন-আউট যাতে না হন, সেই চেষ্টা করতে হবে। নিজের কথা ভাবতে হবে। পরিবারের কথা ভাবতে হবে। একটা জিনিস বুঝতে হবে, আমি যত বেশি স্ট্রেস মুক্ত থাকব, তত ভালো কাজ করতে পারব। যত স্ট্রেস বাড়বে, তত নিজের কাঙ্খিত ফলটা পাব না। ভালো হবে না কাজটা। এই জিনিসটা বুঝতে হবে।’

‘শরীরের হাত ভাঙলে তো ডাক্তারের কাছে যান….’

তাঁর মতে, 'কর্মক্ষেত্রে যদি স্ট্রেস হয়, তাহলে অবশ্যই অফিসে জানানো উচিত। তাছাড়াও নিজের মনের কথাগুলো নিজের বন্ধু, পরিবার বা স্বামী-স্ত্রী'র সঙ্গে শেয়ার করতে হবে। মনের মধ্যে একা গুমরে থাকবেন না। প্রয়োজনে মনোবিদের সঙ্গে যোগাযোগ করুন। শরীরের হাড় ভেঙে গেলে তো ডাক্তারের কাছে যান। মন ভেঙে গেলে তাহলে কেন মনোবিদের কাছে যাবেন না? এখনও সমাজে ট্যাবু আছে। কিন্তু সেই ট্যাবুর জন্য তো নিজেকে আটকে রাখবেন না।'

আরও পড়ুন: Health News: বিরল ক্যানসার চিকিৎসায় একধাপ স্বনির্ভর ভারত! সফল IIT-র তৈরি সাশ্রয়ী থেরাপি

আর সেইসঙ্গে প্রত্যেককে বুঝতে হবে, তিনি যে জীবনটা পেয়েছেন, সেটা অনেকেই পান না বলে জানিয়েছেন মনোবিদ। তাঁর মতে, জীবনটা যে কতটা দামি, সেটা নিজেকে বোঝাতে হবে। সেই কাজটা রোজ করতে হবে প্রত্যেককে। তাঁর কাছে যাঁরা পরামর্শের জন্য আসেন, তাঁদের সেই কাজটা আবশ্যিকভাবে করতে বলেন বলেও জানিয়েছেন অরুন্ধতী।

জীবনের প্রতি কেন কৃতজ্ঞ? রোজ ডায়েরি লেখার পরামর্শ

তিনি বলেছেন, ‘দিনের যে কোনও সময় বা রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজের জন্য ৫-১০ মিনিট বের করে লিখে রাখুন যে আজ সারাদিন কী কী পেলাম বা আমার পরিকল্পনা কী। আমার জীবনে কী কী আছে, সেটা লিখে রাখুন। জীবনে যে ইতিবাচক দিকগুলি আছে, সেগুলি রাখুন। নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা জানানো।’

আরও পড়ুন: Nasa Astronaut Sunita Williams: পিৎজা, রোস্ট চিকেন,… ৯ মাস স্পেস স্টেশনে আর কী কী খেয়ে বেঁচেছিলেন সুনীতা, বুচ?

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি সবাইকে বলি যে একটা ডায়েরি রাখুন। দিনের শেষে তাতে লিখে রাখুন যে কোন তিনটি জিনিসের জন্য আজ আপনি কৃতজ্ঞ। কেউ লিখতে পারেন যে আমার একটা চাকরি আছে। কেউ আবার লিখতে পারেন, আমার মাথার উপরে ছাদ আছে, আমার জল আছে, আমার খাবার আছে। এরকমভাবে লিখে রাখতে পারেন। সেটা সবার কাছে থাকে না কিন্তু।’

(পাঠকদের প্রতি: মনোবিদের সঙ্গে কথা বলে তাঁর মতামতের ভিত্তিতে লেখা হয়েছে। সাধারণ ধারণার উপরে আলোকপাত করে লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে প্রতিটি সমস্যার চিকিৎসা এবং নিরাময়ের পদ্ধতি পৃথক। তাই যে কোনও সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কাম্য।)

Latest News

চাতুর্মাসে এই কাজ করলে তুষ্ট হন ভগবান, জানুন স্কন্দপুরাণের আশ্চর্য কাহিনি ২৬৯ ও ১৬১ রান- একই টেস্টে ৪৩০ করে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন গিল, গড়লেন ২২ নজির জন্মদিনের আগে সব পোস্ট ডিলিট করলেন রণবীর, মুছলেন ডিপিও! ব্যাপার কী? চোখের এই উপসর্গই বলে দিতে পারে হার্টের গুরুতর রোগ! লিভারের রোগও টের পাবেন এতে বিবাহ রেখা একাধিক ও কম গভীর? বিবাহিত জীবনে এমন রেখা কোন ভোগান্তির ইঙ্গিত? ইশা, সুস্মিতাদের নিয়ে ইসকনের রথযাত্রায় সৃজিত! সোনার ঝাঁটা দিয়ে করলেন পথ পরিষ্কার ইতিহাস গড়ে এশিয়ান কাপে ভারত! বাংলার মেয়ের গোলে হারাল ২৪ ধাপ এগিয়ে থাকা দলকে ডায়েট করলে কি ওজন বাড়তে পারে? কখন? জেনে নিন পুষ্টিবিদের উত্তর আগামিকাল কী রয়েছে মেষ থেকে মীনের ভাগ্যে? রইল ৬ জুলাই ২০২৫ রাশিফল ইউনুসের আমলে বাংলাদেশে খেলতেই যাবে না ভারতীয় দল, পিছিয়ে গেল ODI ও T20I সিরিজ

Latest bengal News in Bangla

জোর করে CT স্ক্যান, শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতিতে উত্তপ্ত JNM হাসপাতাল 'জিসকা সাথ উসকা বিকাশ' রাজ্য সভাপতি হতেই শমীককে চেপে ধরল তৃণমূল কলেজে স্থায়ী কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে, দায়িত্বে কলেজ সার্ভিস কমিশন টানা ১৭ দিন ধরে জলছাড়া অব্যাহত, রাজ্যের আপত্তি সত্ত্বেও পরিমাণ বাড়াল DVC আবার প্রাণ পেতে চলেছে জলদাপাড়ার হলং বাংলো, বন হাতে পৌঁছল ডিপিআর পরিচয়পত্র ছাড়া প্রবেশ নয়, কসবাকাণ্ডের পর শহরের কলেজগুলিতে নিরাপত্তায় জোর স্কুলের বাথরুমে নবমের ছাত্রীকে ব্লেড চালিয়ে হামলা চালাল একাদশের ২ পড়ুয়া ওড়িশায় হেনস্তার শিকার বাংলার শ্রমিকরা, কলকাতা হাইকোর্টে দায়ের হল তিনটি মামলা কলকাতা বন্দরের বিরুদ্ধে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ, ক্ষুব্ধ মেয়র ফিরহাদ ফালাকাটায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ, অস্বস্তিতে তৃণমূল

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.