প্রথম ইনিংসে ২৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৬১ রান - এজবাস্টন টেস্টে মোট ৪৩০ রান করে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন শুভমন গিল। ওই দুটি ইনিংসের সুবাদে তিনি এত নজির গড়েছেন যে গুনতে গেলে কয়েক ঘণ্টা চলে যাবে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২২টি নজির গড়েছেন ভারতীয় অধিনায়ক গিল। আর সেই দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৪২৭ রান তুলে ডিক্লেয়ার করে দিয়েছে ভারত। ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছে টিম ইন্ডিয়া।
এজবাস্টন টেস্টে শুভমন গিলের রেকর্ডের ঝুড়ি
১) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই টেস্টে দ্বিশতরান এবং ১৫০ রানের বেশি ইনিংস খেলার নজির গড়লেন গিল।
২) প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। একই ম্যাচে কেউ একটি ইনিংসে ২৫০ রানের বেশি এবং ১৫০ রানের বেশি করলেন। গিলের আগে ২০২৩ সালে অসমের ধ্রুব শোরে দিল্লির বিরুদ্ধে সেই নজির গড়েছিলেন।
৩) দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই টেস্টের দুটি ইনিংসেই ১৫০ রানের বেশি করলেন গিল। প্রথমবার সেই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার (পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৮০ সাল)।
৪) একই টেস্টে সর্বোচ্চ রানের স্কোরের নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেন গিল। শীর্ষে আছেন গ্রাহাম গুচ (৪৫৪ রান)। গিল করেছেন ৪৩০ রান।
৫) অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টে তিনটি শতরান: দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেই নজির গড়লেন গিল। প্রথম সেই কাজটা করেছিলেন বিরাট কোহলি (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)।
৬) নবম খেলোয়াড় হিসেবে একই টেস্টে দ্বিশতরান এবং শতরান করলেন গিল।
৭) দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে একই টেস্টে ডবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি হাঁকালেন গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার সেই কাজটা করেছিলেন সুনীল গাভাসকর।
৮) দ্বিতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে কোনও টেস্টে শতরান এবং দ্বিশতরান করার নজির গড়লেন গিল। প্রথম যিনি সেই নজির গড়েছিলেন, তিনি হলেন গ্রাহাম গুচ। ভারতের বিরুদ্ধে ১৯৯০ সালে লর্ডসে সেই নজির গড়েছিলেন। দু'জনেই অধিনায়ক।
৯) দ্বিতীয় এশিয়ান ব্যাটার হিসেবে উপমহাদেশের বাইরে একই টেস্টে ৩৫০ রানের বেশি রান করলেন গিল। প্রথমবার সেই কাজটা করেছিলেন পাকিস্তানের হানিফ মহম্মদ। ১৯৫৮ সালে ব্রিজটাউনে সেই নজির গড়েছিলেন।
আরও পড়ুন: ভিডিয়ো: রোহিত হলেন ভারতীয় দলের ‘জেঠানি’… পন্তের মজার মন্তব্য শুনে হেসে ফেললেন গম্ভীর
১০) ভারতীয় অধিনায়কদের মধ্যে একই টেস্টে সর্বোচ্চ রান করে ফেললেন গিল। মোট ৪৩০ রান করেছেন। এতদিন সেই তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৩ রান করেছিলেন।
১১) তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একই টেস্টের দুই ইনিংসে শতরানের নজির গড়লেন গিল। সুনীল গাভাসকর, বিরাট কোহলির তালিকায় গিলের নাম জুড়ে গেল।
১২) ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় তিনে উঠে এলেন গিল। এখনও পর্যন্ত ৫৮৫ রান করেছেন। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি (৫৯৩ রান)। শীর্ষে আছেন রাহুল দ্রাবিড় (৬০২ রান)।
১৩) রাহুল দ্রাবিড় (৩০৫ রান) এবং সচিন তেন্ডুলকরের (৩০১ রান) পরে তৃতীয় ভারতীয় হিসেবে 'সেনা' দেশে একই টেস্টে ৩০০-র বেশি রান করলেন গিল।
১৪) প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে তিনটি শতরান করলেন গিল।
আরও পড়ুন: শতরান করে ইতিহাস গিলের, গড়লেন আরও ৩ নজির, ‘মিনি’ ধস রুখে ভারতকে টানলেন জাদেজাও
১৫) অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে সর্বোচ্চ রানের নিরিখে বিরাটকে ছাপিয়ে গেলেন গিল। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি ইনিংসে ৪৪৯ রান করেছিলেন বিরাট। এবার চারটি ইনিংসে ৫৮৫ রান করে ফেলেছেন গিল।
১৬) দেশের বাইরে টেস্টে সিরিজে সর্বোচ্চ শতরান: বিরাটকে ছুঁয়ে ফেললেন গিল। ২০১৪-১৫ সালে অজিদের বিরুদ্ধে তিনটি শতরান হাঁকিয়েছিলেন। গিলও এই সিরিজে তিনটি শতরান করে ফেলেছেন।
১৭) এশিয়ান ব্যাটার হিসেবে একই টেস্টে সর্বোচ্চ রানের নজির গড়লেন গিল।
১৮) প্রথম ভারতীয় হিসেবে একই টেস্টে ৪০০ রানের বেশি করলেন গিল। সার্বিকভাবে পঞ্চম ব্যাটার হিসেবে সেই নজির গড়লেন - গুচ, গিল, মার্ক টেলর, কুমার সাঙ্গাকারা এবং ব্রায়ান লারা।
১৯) একই টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছক্কা: শীর্ষে আছেন রোহিত শর্মা (১৩টি ছক্কা, বনাম দক্ষিণ আফ্রিকা, বিশাখাপত্তনম, ২০১৯ সাল)। তারপর আছেন যশস্বী জয়সওয়াল (১২টি ছক্কা, বনাম ইংল্যান্ড, রাজকোট. ২০২৪ সাল)। তিনে আছেন গিল (১১টি ছক্কা, বনাম ইংল্যান্ড, এজবাস্টন, ২০২৫ সাল)।
আরও পড়ুন: দ্রুততম শতরান থেকে ইতিহাসে সর্বাধিক ছক্কা! ৭৮ বল ১৪৩ রান করে জোড়া রেকর্ড বৈভবের
একটি টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড
১) ৪৩০ রান: শুভমন গিল, বনাম ইংল্যান্ড, এজবাস্টন, ২০২৫ সাল।
২) ৩৪৪ রান: সুনীল গাভাসকর, বনাম ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অফ স্পেন, ১৯৭১ সাল।
৩) ৩৪০ রান: ভিভিএস লক্ষ্মণ, বনাম অস্ট্রেলিয়া, কলকাতা, ২০০১ সাল।
৪) ৩৩০ রান: সৌরভ গঙ্গোপাধ্যায়, বনাম পাকিস্তান, বেঙ্গালুরু, ২০০৭ সাল।
৫) ৩১৯ রান: বীরেন্দ্র সেহওয়াগ, বনাম দক্ষিণ আফ্রিকা, চেন্নাই, ২০০৮ সাল।