শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত কলকাতার দুই হাসপাতালে মৃত্যু হল তিনটি শিশুর। এদের মধ্যে দু’জনের বয়স একবছর বয়স পার হয়নি। তবে আর এক শিশুর বয়স দেড় বছর। জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে ইতিমধ্যেই কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে এই রাজ্যে। সেখানে আবার এমন ঘটনা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে।
জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে রাজ্যে।
অ্যাডিনোভাইরাস দেখা দিয়েছে কলকাতা শহরে। বহু শিশু–কিশোর তাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। জ্বর–শ্বাসকষ্ট হলেই আতঙ্ক দেখা দিচ্ছে। এমনই জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত কলকাতার দুই হাসপাতালে মৃত্যু হল তিনটি শিশুর। এদের মধ্যে দু’জনের বয়স একবছর বয়স পার হয়নি। তবে আর এক শিশুর বয়স দেড় বছর। জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে ইতিমধ্যেই কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে এই রাজ্যে। সেখানে আবার এমন ঘটনা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। সবার অ্যাডিনোভাইরাস হচ্ছে এমন নয়। তবে আতঙ্ক থাকছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? হাওড়ার উদয়নারায়ণপুরের শিশু বাসিন্দা রাজশ্রী রায় (৯ মাস) জ্বর নিয়ে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি হয়। ১১ ফেব্রুয়ারি তাকে ছেড়ে দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট শুরু হলে তাকে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার মাঝরাতে মৃত্যু হয় রাজশ্রীর। অ্যাডিনোভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে মৃত্যুর শংসাপত্রে। একই হাসপাতালে রবিবার মৃত্যু হয়েছে বাদুড়িয়ার আট মাসের শিশু শুভজিৎ মণ্ডলের। এক্ষেত্রে নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।