বিজ্ঞপ্তি অনুসারে ৮২৮৩টি শূন্যপদের জন্য আবেদন গ্রহণ করতে শুরু করেছে এসবিআই। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এদিকে অ্যাপ্লিকেশন প্রিন্ট করার শেষ দিন ধার্য করা হয়েছে ২২ ডিসেম্বর।
ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ, ১৭ নভেম্বর থেকে। যে প্রার্থীরা জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) এর জন্য আবেদন করতে চান তারা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in-এর মাধ্যমে এটি করতে পারেন। বিজ্ঞপ্তি অনুসারে ৮২৮৩টি শূন্যপদের জন্য আবেদন গ্রহণ করতে শুরু করেছে এসবিআই। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এদিকে অ্যাপ্লিকেশন প্রিন্ট করার শেষ দিন ধার্য করা হয়েছে ২২ ডিসেম্বর। (আরও পড়ুন: ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের নিয়মে কড়াকড়ি আনল RBI, এর প্রভাব পড়বে কী?)
এই পরীক্ষায় বসার যোগ্যতার মানদণ্ড: যে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে আবেদন করতে চান, তাঁদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। (আরও পড়ুন: 'ভুল করে' ৮২০ কোটি গেল গ্রাহকদের অ্যাকাউন্টে, মাথায় হাত এই সরকারি ব্যাঙ্কের)