প্রকাশিত হল বাংলাদেশের এসএসসি ও সমতুল্য পরীক্ষার ফলাফল, কীভাবে জানবেন? দেখে নিন
1 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2021, 10:57 AM IST- থেকে রেজাল্ট দেখা যাবে। -তে যেতে হবে।
২) নিজের পরীক্ষা, বর্ষ এবং বোর্ড বেছে নিতে হবে।
৩) দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর।
৪) তারপর ‘সাবমিট’ করতে হবে।
এসএমএসের মাধ্যমে কীভাবে ফলাফল জানবেন?
মেসেজে গিয়ে ‘SSC <SPACE> শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর <SPACE> রোল নম্বর <SPACE> 2021’ লিখতে হবে। 16222 নম্বরে পাঠাতে হবে সেই মেসেজ। তারপর আপনার ফোনে মেসেজ আসবে। তা থেকেই নিজের ফলাফল জানতে পারবেন।