বাংলা নিউজ > কর্মখালি > WBJEE counselling date: কবে থেকে শুরু হবে জয়েন্টের কাউন্সেলিং? সম্ভাব্য সময়সূচি জানাল বোর্ড
পরবর্তী খবর
WBJEE counselling date: কবে থেকে শুরু হবে জয়েন্টের কাউন্সেলিং? সম্ভাব্য সময়সূচি জানাল বোর্ড
1 মিনিটে পড়ুন Updated: 26 May 2023, 03:59 PM ISTAyan Das
রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের সময় যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে আগামী ৭ জুলাইয়ের আগে কোনওভাবেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে না। সেইসঙ্গে জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে যে এবার কাউন্সেলিং প্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে।
রাজ্য জয়েন্টের রেজাল্ট আজ প্রকাশিত হল। (ছবিটি প্রতীকী)
আজ রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে না বলে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড (WBJEEB)। শুক্রবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের সময় কাউন্সেলিং প্রক্রিয়ার যে সম্ভাব্য সূচি বিষয়ে জানানো হয়েছে, তাতে আগামী ৭ জুলাইয়ের আগে কোনওভাবেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে না। সেইসঙ্গে জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, এমনিতে যেমন তিনটি ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া হয়, সেভাবেই হবে। তবে সার্বিকভাবে কাউন্সেলিং প্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে। সেই সংক্রান্ত পুস্তিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছে জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান।
শুক্রবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের সময় রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘কাউন্সেলিং করতে গেলে আমাদের তিনটি সর্বভারতীয় সংস্থার উপর আমাদের নির্ভর করতে হয়। প্রথমত, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)। দ্বিতীয়ত, কাউন্সিল অফ আর্কিটেকচার। তৃতীয়ত, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। ওই তিনটি সংস্থার অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে (কলেজগুলিকে) অনুমোদন প্রদান করবে জানিয়েছে।’
রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান আরও বলেছেন, ‘অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট দফতরের কাছে নিজেদের তথ্য পাঠাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি। সেই তথ্য হাতে পাওয়ার এক সপ্তাহের মধ্যেই আমরা কাউন্সেলিং শুরু করব।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘অন্যবারের মতো তিনটি ধাপে হবে কাউন্সেলিং প্রক্রিয়া - অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ-আপ রাউন্ড। কাউন্সেলিংয়ের প্রক্রিয়া সরলীকরণ করা হচ্ছে। একটি পুস্তিকা প্রকাশ করা হবে। তাতে যাবতীয় তথ্য থাকবে। কাউন্সেলিংয়ের আগে পড়ুয়ারা ওই পুস্তিকা খুঁটিয়ে পড়লে যাবতীয় বিষয়ে জানতে পারবেন। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাঁদের কোনওরকম সমস্যা হবে না।’
সেইসঙ্গে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসি কলেজে ভরতির জন্য কাউন্সেলিংয়ের আগে যাতে নিজেদের পছন্দের বিষয় নিয়ে ভালোভাবে ভাবনাচিন্তা করেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেন, সেই পরামর্শ দিয়েছেন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান। সেইসঙ্গে পড়ুয়াদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।