লিডস টেস্টে ভারতীয় দলকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে পাঁচ ব্যাটার শতরান করলেও দলকে জেতাতে পারেননি বোলাররা। জসপ্রীত বুমরাহ প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন। তাই দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং খুব সাবধানে খেলেছিল ইংরেজরা। আর ম্যাচে প্রসিধ কৃষ্ণা ৬-র ওপর ইকোনমিতে ২০০র বেশি রান দেওয়ার পর পাঁচ উইকেট নেন। ফলে বোলারদের এমন খারাপ ফর্মের জেরে টিম ইন্ডিয়ার জয় সম্ভব হয়নি।
হাতে পাঁচ উইকেট থাকার সময়, ইংল্যান্ডের ম্যাচ জিততে দরকার ছিল ওই ২২ রান মতো। সেই সময় ইংরেজদের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ রবীন্দ্র জাদেজার ওভারে ১টি চার এবং ২টি ছয় মারেন এবং নতুন বল নেওয়ার ২ ওভারের মধ্যেই ম্যাচ জিতিয়ে দেন ইংল্যান্ডকে। এরপরই স্মিথ জানালেন,তাঁর হঠাৎ করেই গিয়ার শিফট করার আসল কারণ।
ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন, ‘সেই রান খুব বেশি বাকি ছিল না। তাই আমি আশা করছিলামও না যে বুমরাহ বোলিং করতে আসবে। কিন্তু ক্রিকেটে কখনই কোনও কিছু নিশ্চিত হওয়া যায় না। কি হতে পারে, সেটা কেউ বলতে পারে না। আমি আমাদের টেলেন্ডারদের ওপর ভরসা করি, কিন্তু বুমরাহ যদি কয়েকটা ভালো বল করে দেয় আর হঠাৎ আমাদের ৮ উইকেট পড়ে যায়, তখন আবার আমাদের ওপরই চাপ চলে আসবে। তাই তাড়াতাড়ি রানটা তুলে নিতে চেয়েছিলাম। ’।
এরপর স্মিথ জানান, যে তিনি ঝুঁকি রয়েছে বুঝেও এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ইংরেজ তারকার কথায়, ‘আমি জানতাম যে নতুন বল নেওয়া হবে। ক্রিস ওকস এরপরে ব্যাটিং করতে আসত। তবে সেই সময় আমি ঠিক করি যে কয়েকটা ছয় মারব, যাতে নতুন বলের ক্ষেত্রেও মোমেন্টাম পাওয়া যায়। নতুন বলে যেন উইকেট নেওয়ার প্রবণতা থাকে, তেমনই রানও দ্রুত তোলার সুযোগ থাকে। তাই একটু অঙ্ক কষেই আমি ঝুঁকি নিয়ে বড় শটগুলো খেলেছিলাম ’।
প্রসঙ্গত এজবাস্টনে বুধবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ভারত এই মূহূর্তে পিছিয়ে থাকায় বুমরাহহীন ম্যাচেও টিম ইন্ডিয়ার লক্ষ্য জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরানো।