স্প্লিটসভিলার প্রতিযোগী খুশি মুখোপাধ্যায় তাঁর খোলামেলা পোশাকের কারণে একাধিকবার ট্রোল্ড হয়েছেন। টিভি অভিনেত্রী ফালাক নাজও অতীতে তাঁর উপর ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি সোনালি রঙের পোশাক পরেছিলেন। এটিতে প্রায় কোমর পর্যন্ত কাটা ছিল এবং বাতাসে উড়ছিল। খুশি যখন পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছিলেন, তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তি তাঁকে দেখে বলে ওঠেন, 'পোশাকের কী ছিরি'। এবার সেই সব মন্তব্যের জবাব দিলেন খুশি।
‘আমি অন্তর্বাস পরেছি’
ছোট পোশাক পরায় ট্রোল্ড হতেই খুশি ক্ষুব্ধ হয়েছএন। ভাইরাল বলিউড সেই রাস্তায় মন্তব্যকারী ব্যক্তিকে স্মরণ করিয়ে দিলে খুশি বলেন, 'আপনি কি দেখেছেন আমি অন্তর্বাস পরেছি কি না? স্পষ্টতই অন্তর্বাস ছাড়া কেউ রাস্তায় বেরোবে না। আমি অন্তর্বাস পরেছিলাম এবং স্ট্রিপ আপ ছিল। আমি এটা পরেছিলাম। দ্বিতীয় যে কথাটি মানুষ বলে তা হল নিজেরাই অস্বস্তি বোধ করছে। আমি অস্বস্তিবোধ করছিলাম না। আমি জানি এটায় আমার পা, আমার হাত দেখা যাবে, আমি কতটা দেখাতে চাই আর কতটা দেখাতে চাই না সেটা আমি ঠিক করব। বাতাস বইছিল। আমি কি আমার পোশাক উড়তে দিতাম? না তো, তাই ঢেকে রেখেছিলাম।
‘মানুষ হতাশয় ভুগছে ’
খুশি আরও বলেন, ‘আমি অস্বস্তি বোধ করছিলাম না, নইলে আমার Opss Moment তৈরি হতো, আর তারপর লোকজন বলত, দেখো, তিনি কেমন পোশাক পরেছেন যে নিজেকে সামলাতে পারছেন না। মানুষের জীবনে এতটাই হতাশা তৈরি হয়েছে যে অন্যরা যাই করুক না কেন যে কেউ না কেউ তাঁদের ঠিকই ট্রোল করবে। এর জেরে মৃত্যু হয়েছে বহু অভিনেত্রীর’। খুশির ভিডিওটি Yt_shorts9ine পোস্ট করা হয়েছে।