West Bengal Panchayat Election: মাঝে বাকি আর একদিন। তারপরই রাজ্যে রণদামামা বাজিয়ে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোট। ভোট ঘিরে বৃহস্পতিবারের আপডেট দেখে নিন।
পঞ্চায়েত নির্বাচনের লাইভ আপডেট
শনিবার ৮ জুলাই রয়েছে পঞ্চায়েত ভোট। আজই শেষ দিন ছিল প্রচারের। গোটা বৃহস্পতিবার ঘিরে রাজ্যে শেষ পর্যায়ের প্রচারের ব্যস্ততা দেখা গিয়েছে। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই নির্বাচন হবে গ্রাম বাংলায়। কেন্দ্রীয় বাহিনীর ৬৫ হাজার এবং রাজ্য পুলিশের ৭০ হাজার কর্মীকে সমান অনুপাতে ব্যবহার করতে হবে রাজ্যে। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যে নজর রাখুন এখানে।
06 Jul 2023, 11:19 PM IST
পাঁচলায় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
06 Jul 2023, 10:37 PM IST
ইছাপুরে নির্বাচনী প্রচারে বাবুল সুপ্রিয়
06 Jul 2023, 10:36 PM IST
ভোটের চব্বিশ ঘন্টা আগেই নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের নালিশ নিয়ে কমিশনকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
06 Jul 2023, 04:30 PM IST
প্রার্থীদের নিয়ে স্বমহিমায় ভোট প্রচারে কান্দির বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকার
06 Jul 2023, 04:29 PM IST
তপন এর বাত শঙ্কইর গ্রামে প্রচারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
06 Jul 2023, 02:19 PM IST
ছুটি ঘোষণা রাজ্যের
আগামী শনিবার বাংলার ২২ জেলার যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সরকারি ও বেসরকারি সব সংস্থাই বন্ধ থাকবে। কর্মীদের সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
06 Jul 2023, 02:02 PM IST
আইনশৃঙ্খলা নিয়ে সিরিয়াস নন মুখ্যমন্ত্রী: দিলীপ
জলপাইগুড়িতে দিলীপ ঘোষ বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সিরিয়াস নন মুখ্যমন্ত্রী। আমাদের জেলা সভাপতিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। রাজ্য জুড়েই সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করেছে তৃণমূল।’
চুঁচুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ।কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনরের বাসিন্দা কল্পনা মজুমদার বাম প্রার্থী হয়েছেন ১১৪ নং বুথে। গতকাল তাঁর বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ।
06 Jul 2023, 01:45 PM IST
রাজীব সিনহাকে ভর্ৎসনা রাজ্যপলের
রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, তার দায় কার। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। রাজ্য নির্বাচন কমিশনার আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ।’
06 Jul 2023, 01:25 PM IST
কেন মমতার বিরুদ্ধে পদক্ষেপ নয়? কমিশনের কাছে জানতে চাইল HC
তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছিলেন শুভেন্দু। তবে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ করা হয়নি। এই আবহে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করল রাজ্য নির্বাচন কমিশনারকে।
06 Jul 2023, 11:38 AM IST
করনদিঘিতে বাম-কংগ্রেসের ওপর হামলা
জোট কর্মীদের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের লাহুতারা ১ গ্রাম পঞ্চায়েতের পুর্ব সাবধান এলাকায় এই ঘটনাটি ঘটে। বাম-কংগ্রেসের মোট ৪ কর্মী, সমর্থক এই হামলায় জখম বলে জানা গিয়েছে।
06 Jul 2023, 11:37 AM IST
বোমা উদ্ধার খড়গ্রামে
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল এলাকার ফাঁকা মাঠের মধ্যে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ
06 Jul 2023, 11:23 AM IST
ঘোড়াইক্ষেত্রে নির্দল প্রার্থী মানিকের ভাই
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ভাই শ্রীমন্ত ভট্টাচার্য এবার নদিয়ার রাজারামপুরে ঘোড়াইক্ষেত্র গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী। উল্লেখ্য, আগে ঘোড়াইক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন মানিকের বৌমা মহুয়া ভট্টাচার্য। তবে এবার ভট্টাচার্য পরিবারের কারও ভাগ্যেই জোটেনি তৃণমূলের টিকিট।
06 Jul 2023, 11:20 AM IST
‘…বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার’, মন্তব্য নুসরতের
পশ্চিম বর্ধমানে তৃণমূলের হয়ে ভোটের প্রচারে গিয়ে বসিরহাটের সাংসদ নুসরত দাবি করলেন, ‘অন্য কাউকে জেতালে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার।’
06 Jul 2023, 11:02 AM IST
রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকি
বনগাঁর ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতে রজনীগন্ধার মালায় বোমা রেখে বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজেপির আশিস মণ্ডলের বাড়ির সামনে রজনীগন্ধার মধ্যে বোমা লুকিয়ে রেখে এসেছিল দুষ্কৃতীরা।
06 Jul 2023, 10:56 AM IST
মুর্শিদাবাদে আক্রান্ত বাম প্রার্থী
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকের মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়তের সাদিকপুর গ্রামে সিপিএম প্রার্থীকে কোপ মারার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। আক্রান্ত বাম প্রার্থীর নাম বদর শেখ। এদিকে বদরের ছেলে মহবুল শেখ ও জামাইও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ।
06 Jul 2023, 10:52 AM IST
বিজেপি জেলা সভাপতির ওপর হামলা জলপাইগুড়িতে
জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, প্রচার শেষে মণ্ডল সভাপতি স্বপন দত্তর সঙ্গে ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। সেই সময় জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই বাইক আরোহী এসে তাদের গাড়িতে হামলা চালায়।
06 Jul 2023, 10:50 AM IST
শীতলকুচিতে বোমাবাজি
কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগ, শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন ফজিলা বিবির বাড়ির সামনে গতরাতে ৫টি বোমা ছোড়ে দুষকৃতীরা। এর মধ্যে ৪টি ফাটে। শীতলকুচি থানার পুলিশ পরে একটি তাজা বোমা উদ্ধার করে ঘটনাস্থল থেকে।
06 Jul 2023, 09:50 AM IST
কলকাতা পুলিশের প্রায় ১২ হাজার কর্মী মেতায়েন জেলায়
পঞ্চায়েত ভোটের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশের ১০ হাজার কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি এসআই ও সার্জেন্ট মিলিয়ে ৫০০ জন এবং ১৫০০ জন এএসআই-কে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়।
06 Jul 2023, 09:48 AM IST
নির্দল প্রার্থীর স্বামী খুন
নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল বীরভূমে। মহম্মদবাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম দিলীপ মাহারা। তিনি আবার এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত।
06 Jul 2023, 09:44 AM IST
ফের বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু একজনের
ফের বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু একজনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার মহেশপুরে। মৃতের নাম কামাল শেখ।
06 Jul 2023, 09:44 AM IST
বাসন্তীতে আক্রান্ত তৃণমূলের প্রার্থী
নির্দল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম তৃণমূল প্রার্থী। ঘটনাটি ঘটেছে বাসন্তীর মুড়োখালি এলাকায়। আক্রান্ত ওই মহিলা তৃণমূলের প্রার্থীর নাম আমিনা মোল্লা।
06 Jul 2023, 09:42 AM IST
বোমা হামলায় জখম দুই কংগ্রেস কর্মী
মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন রিয়াজুল মণ্ডল (৫৫) এবং আজবার মণ্ডল (৩৮) নামক দুই ব্যক্তি। ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাদের।
06 Jul 2023, 07:19 AM IST
নওশাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউন থানায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়কের দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র।
06 Jul 2023, 07:19 AM IST
পঞ্চায়েতের ভোটকর্মীদের জন্য বিশেষ ট্রেন
পঞ্চায়েত নির্বাচনের পর ভোটকর্মীদের গভীর রাতে বাড়ির কাছাকাছি স্টেশনে ফেরার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার, ক্যানিং ও নামখানা স্টেশন থেকে এই ট্রেনগুলি ছাড়বে বলে খবর। টাইমটেবিল অনুযায়ী শেষ ট্রেন চলে যাওয়ার পরেও এই ভোট স্পেশাল ট্রেনগুলি চলবে।
06 Jul 2023, 07:19 AM IST
আনিসের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন আমতার প্রয়াত ছাত্রনেতা আনিস খানের মেজো দাদা সামসুদ্দিন খন। আনিসের বাবা সালেম খান অভিযোগ করেন, ছেলে সামসুদ্দিন ভোটে দাঁড়নোর পর থেকেই তাঁর পরিবারকে হুমকি দিচ্ছে তৃণমূল। এই আবহে তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছেন।