লোকসভা নির্বাচনের মরশুমে নিয়োগের বড় খবর মিলল। গ্রামবাংলায় এই বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে। লোকসভা নির্বাচন মিটলেই বাংলায় এই বড় সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বলে সূত্রের খবর। এখন সারা দেশে নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর করা রয়েছে। আগামী ১০ জুন এই বিধি উঠে যাবে। কারণ ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে যাবে। তার পরেই সম্ভবত অঙ্গনওয়াড়ির অধীনে সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার। এই শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ২২৫টি।
ইতিমধ্যেই প্রত্যেকটি নির্বাচনী সভা–সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের কথা বলছেন। ১০ লক্ষ চাকরি প্রস্তুত করা রয়েছে। যা বাংলার ছেলে মেয়েদের দিতে চান তিনি। এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে ভোটের পর। রাজ্যের যে কোনও জেলার বাসিন্দারা এই অঙ্গলওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বলে খবর। তবে আবেদন করার ক্ষেত্রে বয়স কমপক্ষে হতে হবে ১৮ বছর। আর সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছর। সঙ্গে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্য়মিক পাশ। তা বলে স্নাতকরা এই পদে আবেদন করতে পারবেন না এমন ব্যাপার নয়। আবেদন করা যাবে অনলাইনে। আর কোনও টাকা লাগবে না।
আরও পড়ুন: তীব্র গতিতে আসা ট্রেনের ধাক্কায় একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যু, বাকি তিনজন চিকিৎসাধীন
লোকসভা নির্বাচনের পর অনেকগুলি দফতরেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বলে নবান্ন সূত্রে খবর। শিক্ষক নিয়োগও হবে। আর অঙ্গনওয়ারির ক্ষেত্রেও নিয়োগ হবে। সেখানে পুরুষ–মহিলা আবেদন করতে পারবেন। এই আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম্যাটে। সেখানে গিয়ে লগইন করলেই একটি লিঙ্ক সামনে খুলে যাবে। সেখানেই পাওয়া যাবে সংশ্লিষ্ট পদের ফর্ম। সেই ফর্ম পুরণ করার পর দাবি অনুযায়ী নথি অ্যাটাচ করতে হবে। তারপর সমস্ত স্ক্যান করা নথি আপলোড করতে হবে। সবকিছু খুঁটিয়ে দেখে দাখিল করলেই ফর্ম জমা হয়ে যাবে। এইসব আবেদনপত্র প্রিন্ট করে রেখে দিলে ইন্টারভিউয়ের সময় দেখানো যাবে।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর দেউচা পাঁচামি কয়লাখনিতেও বিপুল পরিমাণ নিয়োগ হবে। রাজ্য পুলিশ থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষাকর্মী বড় সংখ্যক নিয়োগ হবে। আর অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যেসব নথি আবেদনের সঙ্গে দিতে হবে সেগুলি হল— শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য জরুরি নথি। লোকসভা নির্বাচনের পর আবেদন জমা নেওয়া শুরু হবে। আর দুর্গাপুজোর আগেই নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে।