অক্ষয় কুমার তাঁর দুই সন্তানকেই প্রচারের দুনিয়া থেকে দূরেই সরিয়ে রাখেন বরাবর। কিন্তু সম্প্রতি জিও সিনেমায় ক্রিকেটার শিখর ধাওয়ানের নতুন চ্যাট শো ‘ধাওয়ান কারেঙ্গে’-এর একটি সাক্ষাৎকারে তাঁর ছেলে আরভের নাকি অভিনয় জগতে আসার কোনও পরিকল্পনা নেই, সেই কথা জানান অক্ষয়।
অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ও আরভ
অনেক বলি তারকাই চান তাঁর ছেলে-মেয়ে অভিনয়টাই করুন, করেনও অনেকে। তাই স্টার কিটসের ছড়াছড়ি বলি পাড়ায়। তাঁরা সবাই যে দারুণ অভিনয় করেন তেমনটাও নয়। আবার কিছু কিছু বলি তারক চান তাঁর সন্তান সব সময় থাকুক লাইম লাইটে। তাঁদের মাঝে মাঝেই সন্তানকে নিয়ে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিতে দেখা যায়। কিন্তু এর একেবারে বিপরীত অক্ষয় কুমার। সন্তানদের নিয়ে প্রায়শই ক্যামেরার সামনে আসা তো দূরে থাক, তাঁদের ব্যাপারেও সেই ভাবে জনসমক্ষে কথা বলতে দেখা যায় না অভিনেতাকে।
তাঁর দুই সন্তান, ছেলে আরভ ও মেয়ে নিতারা। তাঁদের দু'জনকেই প্রচারের দুনিয়া থেকে দূরেই সরিয়ে রেখেছেন অক্ষয়। কিন্তু সম্প্রতি জিও সিনেমায় ক্রিকেটার শিখর ধাওয়ানের নতুন চ্যাট শো ‘ধাওয়ান কারেঙ্গে’-এর একটি সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে নানা কথা শেয়ার করেন অক্ষয়। জানান, তাঁর ছেলে আরভের নাকি অভিনয় জগতে আসার কোনও পরিকল্পনা নেই, বরং তিনি ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে চান।
অক্ষয় জানান আরভ ১৫ বছর থেকেই ঘর ছাড়া। এতটুকু বয়সে সে বিদেশে পাড়ি দেয় পড়াশোনা করার জন্য। কিন্তু এইবিষয়ে অক্ষয়ের একদমই ইচ্ছে ছিল না। কারণ আরভ তখন অনেকটাই ছোট, সেই বয়সে ছেলে ঘর ছাড়ুক বাবা অক্ষয় তা মোটেই চাননি। এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘‘আমার ছেলে আরভ পড়াশোনা করতে খুব ভালবাসে। বর্তমানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তখন ওঁর মাত্র ১৫ বছর বয়সে ও বাড়ি ছেড়ে ওখানে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আরভ একা থাকতে পছন্দও করে। ওঁ চেয়েছিল বিদেশে গিয়ে পড়তে। নিজের স্বপ্ন পূরণ করতে। যদিও আমার খুব একটা ইচ্ছে ছিল না তখন। কিন্তু ওঁকে আটকাতেও আমি পারিনি। কারণ, আমি নিজেও তো মাত্র ১৪ বছর বয়সে ঘর ছেড়েছিলাম।’’
অক্ষয় কথায়, আরভ একজন খুবই স্বাবলম্বী ছেলে। বাড়ির সমস্ত কাজ নিজে করতে পছন্দ করেন, পাশাপাশি বেশ দক্ষতার সঙ্গে সামলেও নেন সবটা। অভিনেতা বলেন, ‘‘খুব ভাল রান্না করে আরভ। শুধু তাই নয় নিজের পোশাক নিজে ধোয়। নিজেই বাসন মাজে।" শুধু সেটাই নয় আরভ বুঝে চলতে জানেন। সে অন্যদের মতো শো-অফে বিশ্বাসী নন। অক্ষয় বলেন, " আরভ খুব দামি পোশাক পরতে পছন্দ করে না। সেকেন্ড হ্যান্ড পোশাকের দোকান থেকে কেনাকাটা করেন। পাশাপাশি জিনিসপত্র নষ্ট আরভের একদম পছন্দ নয়।’’