ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ রণবীর কাপুরের অ্যানিম্যাল-ছবি প্রি-টিজার পোস্ট করেছেন। ক্যাপশালে লিখেছেন, ‘রণবীর কাপুর, অ্যানিম্যাল প্রি-টিজারে রয়েছে সংক্ষিপ্ত একটা ঝলক, এবার একটা ঝড় আসছে। আর রণবীরের লুক আগুন ধরিয়েছে।’ প্রি-টিজারের ৫০ সেকেন্ডের এই ভিডিয়োতে কাপুর পুত্রকে বিধ্বংসী চেহারায় দেখা গিয়েছে।
'অ্যানিম্যাল' রণবীর
পরনে সাদা শার্ট, আর নিচে দক্ষিণী স্টাইলে সাদা ধুতি। পায়ে স্নিকার্স। আচমকাই ঢুকে পড়লেন রণবীর। হাতে কুড়ুল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বিপরীতপন্থী দলের একের পর এক ব্যক্তিকে আঘাত করতে থাকলেন। ভয়ে বাকিরা পালিয়ে গেলেন। রবিবার এভাবেই হিংস্র বিধ্বংসী চেহারায় ধরা দিলেন রণবীর কাপুর। অ্যানিম্যাল-এর প্রি-টিজারে এভাবেই ধরা দিলেন রণবীর।
ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ রণবীর কাপুরের অ্যানিম্যাল-ছবি প্রি-টিজার পোস্ট করেছেন। ক্যাপশালে লিখেছেন, ‘রণবীর কাপুর, অ্যানিম্যাল প্রি-টিজারে রয়েছে সংক্ষিপ্ত একটা ঝলক, এবার একটা ঝড় আসছে। আর রণবীরের লুক আগুন ধরিয়েছে।’ প্রি-টিজারের ৫০ সেকেন্ডের এই ভিডিয়োতে কাপুর পুত্রকে বিধ্বংসী চেহারায় দেখা গিয়েছে। এই ছবিতে লম্বা চুল, মুখে দাগ সহ 'অ্যাংরি ইয়ং ম্যান' লুকে দেখা গিয়েছে। টিজারে কুড়ুল চালিয়ে বেশ কয়েকজনকে মেরে ফেলতে দেখা যায় তাঁকে। পরে গম্ভীর লুকে ক্যামেরার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিলেন তিনি। তবে রণবীর যাঁদের সঙ্গে লড়াই করছিলেন, তাঁদের সকলের মুখ-ই ছিল মুখোশে ঢাকা। সকলেই একই ধরনের পোশাক পরেছিলেন। সকলেই সাদা শার্টের উপর কালো কোট আর টাই বেঁধেছিলেন।