এক ভক্তর অতি উৎসাহ থেকে শাহরুখ খানকে বাঁচাতে দেখা গেল ছেলে আরিয়ানকে মুম্বই বিমানবন্দরে। সেখানে শাহরুখকে হয়রান করেন এক ভক্ত, যাতে খানিকটা ঘাবড়েই গিয়েছিলেন কিং খান।
বড় ছেলে আরিয়ান খান, ছোট ছেলে আব্রাম খান আর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে দেখা মিলেছিল শাহরুখের। মুম্বই বিমানবন্দরের অ্যারাইভাল গেট থেকে বেরিয়ে আসতে দেখা যায় শাহরুখকে সাদা টি-শার্ট, নীল প্যান্ট আর কালো জ্যাকেটে। আরিয়ান পরেছিলেন নীল টি-শার্ট আর সবুজ প্যান্ট। আর খুদে আব্রাম লাল টি-শার্ট কালো প্যান্ট। প্রত্যেকেরই মুখে ছিল মাস্ক। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় দেখা যায় সেলফি তুলতে এক ভক্ত শাহরুখের খুব কাছে চলে যায়। এখানেই শেষ নয়, হাত ধরারও চেষ্টা করে। এটা দেখে একটু থমকে যান শাহরুখ, সঙ্গে সঙ্গে এগিয়ে আসে সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা। আর আরিয়ানও নিজের হাত বাড়িয়ে দেন বাবার দিকে, যাতে শাহরুখের গায়ে কেউ হাত দিতে না পারে। আরও পড়ুন: এত গলাগলি! ডিভোর্সের মাঝেই মাখোমাখো চারু-রাজীব, পোস্ট করলেন রোম্যান্টিক ছবি
আপাতত এই ভিডিয়ো সোশ্যালে ভাইরাল। বাবার প্রতি আরিয়ানের এই ভালোবাসা ও যত্ন মন কেড়েছে সকলের। এক সময় মাদক মামলায় নাম জড়ানোয় এই ছেলেকেই দায়িত্বজ্ঞানহীন, অসভ্য বলেছিল নেট-নাগরিকরা। তবে দেখা যাচ্ছে ধীরে ধীরে তাঁদের সে ধারণা বদলাচ্ছে। প্রসঙ্গত, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়েছে মাদক মামলায়, কোনও প্রমাণের অভাবে। আদালতের তরফ থেকে যে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল তাও ফেরত দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, খুব জলদি পরিচালনায় হাত দেবেন আরিয়ান। বাবা আর বোন সুহানা খানের মতো অভিনয়ের শখ তাঁর নেই, বরং ক্যামেরার পিছনে থেকে কাজ করারই ইচ্ছে। আরও পড়ুন: আলিয়াকে দেখে উইকেন্ড কাটাবেন শাহরুখ, আর চুমুক দেবেন পানীয়ে, লিখলেন টুইটারে