BAFTA 2024: সব্যসাচীর শাড়িতে বাফটার রেড কার্পেটে লাস্যময়ী দীপিকা, ব্র্যাডলি কুপার-সিলিয়ান মারফি সহ কে কেমন সেজেছিলেন?
Updated: 19 Feb 2024, 09:45 AM IST Subhasmita Kanji 19 Feb 2024 Bafta, bafta 2024, bafta red carpet, bradley Cooper, Cillian Murphy, Deepika Padukone, দীপিকা পাড়ুকোন, সিলিয়ান মারফি, ব্র্যাডলি কুপার, বাফটা অ্যাওয়ার্ডBAFTA 2024: রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বাফটা অ্যাওয়ার্ড। এবার এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁকে এদিন রেড কার্পেটে সিলিয়ান মারফি এবং ব্র্যাডলি কুপারের সঙ্গে হাঁটতে দেখা যায়।
পরবর্তী ফটো গ্যালারি