জায়েদ বলেন, ‘সায়ন্তিকা কোথাও মাইকেলের হাত ধরা নিয়ে মন্তব্য করেননি। উনি শ্যুটিং শেষ করেই দেশে ফিরেছেন। দুটি গানেরই শ্যুটিং হয়ে গিয়েছে। মাঝখান থেকে কেউ কেউ জলঘোলা করছেন।’ জায়েদের প্রশ্ন, ‘শ্যুটিং স্পটে হয়ত রেগে থাকতে পারেন। সায়ন্তিকা নিজে কি কোথাও বলেছেন মাইকেলের সঙ্গে কাজ করবেন না?’
সায়ন্তিকা-জায়েদ
বাংলাদেশে শ্যুটিং করতে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই যত্ত গণ্ডোগোল। কোরিওগ্রাফার অযাচিতভাবে হাত ধরায় নাকি বেজায় বিরক্ত হন অভিনেত্রী। প্রযোজককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। ক্ষিপ্ত সায়ন্তিকা তাই তড়িঘড়ি বাংলাদেশ ছাড়েন। গত দু'দিন ধরে এমন খবরেই সরগরম দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। কোরিওগ্রাফার মাইকেলের অযাচিত স্পর্শ নিয়ে মুখ খুলেছেন সায়ন্তিকা নিজেও। তবে এবার ঘটনার বিষয়ে কথা বললেন সায়ন্তিকার বাংলাদেশের ছবির নায়ক জায়েদ খান।
ঠিক কী বলছেন জায়েদ খান?
বাংলাদেশের সংবাদমাধ্যম 'কালের কণ্ঠ'কে জায়েদ বলেন, ‘সায়ন্তিকা কোথাও মাইকেলের হাত ধরা নিয়ে মন্তব্য করেননি। উনি শ্যুটিং শেষ করেই দেশে ফিরেছেন। দুটি গানেরই শ্যুটিং হয়ে গিয়েছে। উনি আবার পরের লটের শ্যুট করতে আসবেন। এখানে অন্য কোনও বিষয় নেই। মাঝখান থেকে কেউ কেউ জলঘোলা করছেন।’ জায়েদের প্রশ্ন, ‘সায়ন্তিকা নিজে কি কোথাও বলেছেন মাইকেলের সঙ্গে কাজ করবেন না? শ্যুটিং স্পটে হয়ত রেগে থাকতে পারেন। তবে উনি শ্যুটিং শেষ করেই কলকাতায় ফিরেছেন।’