বাংলা নিউজ > বায়োস্কোপ > ফের জ্যাকলিনের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনলেন সুকেশ, হুমকি দিয়ে বললেন, 'অন্য উপায় রাখলে না'
পরবর্তী খবর
ফের জ্যাকলিনের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনলেন সুকেশ, হুমকি দিয়ে বললেন, 'অন্য উপায় রাখলে না'
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 04:09 PM ISTSubhasmita Kanji
Jacqueline Fernandez: ফের জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে দিলেন সুকেশ চন্দ্রশেখর।
জ্যাকলিনের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেই হুমকি দিলেন সুকেশ
২০০ কোটি টাকা তছরুপের কেসে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ফের চর্চায় উঠে এসেছেন। তিনি আবারও তাঁর এবং জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে হওয়া পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে নিয়ে এলেন। কিছুদিন আগেই সুকেশ এবং জ্যাকলিনের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছিল, সেগুলো ভুয়ো বলে দাবি করে ফের এই চ্যাটের তথ্য প্রকাশ্যে আনলেন তিনি। একই সঙ্গে তিনি জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ করে বললেন অভিনেত্রী নাকি বিষয়টা সেনসিটিভ করে তুলতে চাইছেন ইচ্ছে করে।
প্রকাশ্যে সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকলিন ফার্নান্দেজের চ্যাট
সুকেশ তাঁর বক্তব্যে জানিয়েছেন, 'এখন আপনারা যে চ্যাট দেখতে পাচ্ছেন এগুলো সব ২০২১ সালের। তখন আমার আর জ্যাকির (জ্যাকলিন ফার্নান্দেজ) মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওর থেকে ক্ষমা চাইছি সেটার জন্য। ভালোবাসার কথাও বলেছি।' এদিন সুকেশ একটি হাতে লেখা কার্ডের ছবিও প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন সেই কার্ড নাকি জ্যাকলিনের লেখা। এই প্রকাশ্যে আসা কার্ডে লেখা আছে 'আমি তোমারই, ভালোবাসি বোট্টা বোম্মা।'
এই তথ্যগুলো প্রকাশ্যে এনে সুকেশ জানান এগুলো কেবল টিজার। তাঁর কাছে এমন হাজারো চ্যাট, ভয়েস নোট আছে যা তিনি তদন্তকারী অফিসারদের কাছে দেবেন। এরপর জ্যাকলিনের উদ্দেশ্যে হুমকি ছুঁড়ে বলেন, 'তুমি এটা ছাড়া আর কোনও উপায় রাখোনি।'
সুকেশ তাঁর বক্তব্যে জানিয়েছেন এতদিন তিনি সবটা গোপন করে রেখেছিলেন, কিন্তু এবার তদন্তের স্বার্থে সব প্রকাশ্যে আনবেন, হোয়াটসঅ্যাপে ক্লাউড ডেটা তিনি তদন্তকারী অফিসারদের দেবেন। এছাড়া জ্যাকলিনের দেওয়া সমস্ত চিঠি ইত্যাদিও দেবেন যা হাতের লেখা টেস্ট করে কার সেটা লেখা জানা যাবে।