‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুস্মিতা রায়। পরবর্তীকালে যদিও দেওর সায়ক চক্রবর্তীর ভিডিয়োর দৌলতে আসে আরও কিছুটা জনপ্রিয়তা। সায়কের সঙ্গে কুটনি বৌদি এবং মোটা দাদাইয়ের খুনসুটি দেখতে বেশ ভালই লাগতো নেট পাড়ায় বাসিন্দাদের।
কিন্তু বিগত বেশ কয়েক মাস সায়কের ভিডিয়োয় সুস্মিতার অনুপস্থিতি বারবার প্রশ্ন তুলেছিল সকলের মনে। তাহলে কী পারিবারিক অশান্তির জেরে এই অনুপস্থিতি? এই ব্যাপারে সায়ক কোনও কথা না বললেও গত মঙ্গলবার সুস্মিতার জন্মদিনে একটি পোস্ট করে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সকলের সামনে নিয়ে আসেন সব্যসাচী চক্রবর্তী।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
সব্যসাচীর কথায় সহমত জানিয়ে নিজের পেজ থেকে একটি পোস্ট করেন সুস্মিতা। হাসিখুশি এই দম্পতির আলাদা হয়ে যাওয়ার বিষয়টা শুনে ভীষণ কষ্ট পান নেটিজেনরা। এত বড় সিদ্ধান্তের পেছনে কী কারণ আছে, সেটা জানতে চাইলেও কোনও উত্তর আসেনি দুই তরফ থেকেই। কিন্তু মঙ্গলবার ডিভোর্সের কথা ঘোষণা করার পরেই বৃহস্পতিবার সকাল সকাল একটি ভিডিয়ো পোস্ট করে নিজের অসুস্থতার কথা শেয়ার করেন সুস্মিতা।
ভিডিয়োয় সুস্মিতা বলেন, ‘আমি ভীষণ অসুস্থ। লুজ মোশন এবং বমি হচ্ছে। শরীরে এতোটুকু জোর নেই। তারমধ্যে কোমর থেকে পা পর্যন্ত অসহ্য যন্ত্রণা। যদিও এই ব্যথা কয়েকদিন ধরেই হচ্ছিল, তবে এখন সেটা আরো বেড়ে গেছে। আমার এই ভিডিয়ো করার একটাই উদ্দেশ্য, আমার প্রোফাইলে যদি কেউ ডাক্তার থাকেন তাহলে আমাকে পরামর্শ দিন আমি নার্ভের ডাক্তার দেখাবো নাকি অর্থোপেডিক দেখাবো।’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
সুস্মিতার এই পোস্টে কমেন্ট করে অনেকেই এই অসুস্থতার কারণ সম্পর্কে অবগত করিয়েছেন। কেউ কেউ ঘরোয়া টোটকার কথা বলেছেন কেউ আবার জানিয়েছেন কোথায় ভালো ডাক্তার বসেন। অনেকে আবার ডিভোর্সের কথা টেনে এনে সুস্মিতাকে পুরনো জীবনে ফিরে যেতে অনুরোধ করেছেন।