বাংলা নিউজ > বায়োস্কোপ > সামনে সুশান্তের মামলার রিপোর্ট, রিয়ার কাছে সকলকে ক্ষমা চাইতে বললেন দিয়া মির্জা!
পরবর্তী খবর
সামনে সুশান্তের মামলার রিপোর্ট, রিয়ার কাছে সকলকে ক্ষমা চাইতে বললেন দিয়া মির্জা!
1 মিনিটে পড়ুন Updated: 24 Mar 2025, 10:59 AM ISTSayani Rana
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই। এর পাশাপাশি ক্লিনচিট পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার দিয়া মির্জা রিয়া চক্রবর্তীর জন্য ন্যায় বিচারের দাবি করেছেন। দিয়া সংবাদ মাধ্যমকে রিয়ার কাছে লিখিত ভাবে ক্ষমা চাইতে বলেছেন।
সুশান্তের মামলার রিপোর্ট প্রকাশ্যে আসতেই রিয়ার কাছে সকলকে ক্ষমা চাইতে বললেন দিয়া মির্জা!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই। এর পাশাপাশি ক্লিনচিট পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও। অভিনেতার মৃত্যুর পর দু'জনকেই না না আইনি সমস্যার মুখে পড়তে হয়েছে। রিয়াকে দিনের পর দিন জেলেও কাটাতে হয়েছে। এবার অভিনেত্রী দিয়া মির্জা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করে, রিয়া চক্রবর্তীর জন্য ন্যায় বিচারের দাবি করেছেন। সেই সময় নায়িকাকে নিয়ে নানা সংবাদ মাধ্যম নানা নেতিবাচক খবর করেছিল, দিয়া তাঁদের বলেছেন রিয়ার কাছে লিখিত ভাবে ক্ষমা চাইতে।
সিবিআইয়ের ক্লোজার রিপোর্টের পর দিয়া মির্জা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সংবাদ মাধ্যম থেকে কি রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের কাছে লিখিত ভাবে কোনও ক্ষমা চাওয়া হয়েছে? আপনারা ছেলেরাও ওঁর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, যেন ‘ডাইনি’ শিকার চলছিল। শুধু টিআরপির জন্য তাঁদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। ক্ষমা প্রার্থনা করুন। এটুকু অন্তত আপনারা করতে পারেন।'
সিবিআইয়ের ক্লোজার রিপোর্টের পর রিয়া চক্রবর্তীর আইনজীবীও সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছিলেন, ‘সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মাধ্যমে যে সব মিথ্যা খবর ছড়ানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। করোনার কারণে সবাই টিভি ও সংবাদ মাধ্যমেই আটকে ছিলেন। বড় ধরনের কোনও ঘটনা না ঘটলে নিরীহ মানুষকে হয়রানি করা হয় এবং গণমাধ্যম ও তদন্তকারী কর্মকর্তাদের কাছে তাঁদের হেনস্থা হতে হয়। এই গোটা ঘটনায় রিয়া ও তাঁর পরিবারের সাহসের প্রশংসা করতেই হবে।’
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। পরিবার এবং অভিনেতার ভক্তরা এই মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকে দায়ী করেছিলেন। এক্ষেত্রে মাদকের দিকটিও প্রকাশ্যে এসেছিল। গত পাঁচ বছর ধরে সুশান্ত সিং কাণ্ডের তদন্ত চলছিল। কিন্তু সম্প্রতি সিবিআই তাঁদের ক্লোজার রিপোর্ট দেওয়ার সময় জানায়, অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা।