বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer-Deepika: দীপিকার সঙ্গে প্রথম যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই মোলাকাত অনুষ্কার সঙ্গে? রণবীরের কথায় হাসছে নেটপাড়া
পরবর্তী খবর
Ranveer-Deepika: দীপিকার সঙ্গে প্রথম যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই মোলাকাত অনুষ্কার সঙ্গে? রণবীরের কথায় হাসছে নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 27 Oct 2023, 04:13 PM ISTSubhasmita Kanji
Ranveer-Deepika: দীপিকার সঙ্গে প্রথম দেখার দিনটা কেমন ছিল রণবীরের সেটাই সম্প্রতি কফি উইথ করণের সিজন ৮ এর প্রথম পর্বে এসে বললেন অভিনেতা। আর সেটার সঙ্গেই নেটিজেনরা মিল পেলেন অন্য কিছুর সঙ্গে।
দীপিকার সঙ্গে অনুষ্কাকে গুলিয়ে ফেলেছেন রণবীর!
রণবীর এবং দীপিকা এমনিতেই বলিউডের অন্যতম চর্চিত এবং পছন্দের জুটি। এই হট কাপলকে নিয়ে এমনই চর্চার অন্ত থাকে না। তার মধ্যে যদি নতুন কিছু চর্চার বিষয় নেটিজেনরা খুঁজে পান তাহলে তো কথাই নেই! বিয়ের পর এই প্রথমবার জুটি বেঁধে কোনও রিয়েলিটি শোতে এলেন দীপিকা এবং রণবীর। কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে তাঁরাই ছিলেন করণের অতিথি। সেখানে যেমন এই তারকা জুটি তাঁদের বিয়ের ভিডিয়ো পাঁচ বছর পর প্রকাশ্যে আনেন তেমনই জানান তাঁদের সম্পর্কের নানা অজানা কথাও। এদিন রণবীর তাঁর এবং দীপিকার প্রথম দেখার কথাও বলেন।
রণবীর-দীপিকার প্রথম দেখা
কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে এসে রণবীর সিং জানান তিনি দীপিকা পাড়ুকোনের নাম সাজেস্ট করেছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবি গালিয়ো কী রাসলীলা রাম লীলা ছবির জন্য। এর আগেই তিনি অভিনেত্রীকে ককটেলে দেখেছিলেন সেটা দেখেই তিনি এই ছবির জন্য তাঁর নাম সাজেস্ট করেন। তারপরও জানান বনশালির বাড়িতে তাঁর এবং দীপিকার প্রথম আলাপ কেমন ছিল।
রণবীর বলেন, 'আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে একটা বড় কাঠের দরজা ছিল। আর যেহেতু বাড়িটা সমুদ্রের পাশেই সমুদ্র তাই সমানে হাওয়া আসছিল। তখন তার মধ্যেই সাদা চিকনকারী চুড়িদার পরে দেখতে পাই দীপিকাকে। ঠিক যেন দেবী।'