আজকাল প্রায় রোজই খবরে জায়গা করে নেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। নেট দুনিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা এখন নেহাত কম নয়। তারকা সন্তান হিসেবেই শুধু নন, সারা খবরে থাকেন তাঁর ফ্যাশন, স্টাইল সক্টেমেন্ট, মডেলিং কেরিয়ারের কারণেও। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সচিন-কন্যার মেহেন্দির ছবি? ফলত উঠল প্রশ্ন তাহলে কি চুপিচুপি মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন মাস্টার ব্লাস্টার!
নেট মাধঝ্যমের ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে পেস্তা গ্রিন রঙের চুরিদার পরে সেজেগুজে দু' হাতে মেহেন্দি লাগিয়ে নিচ্ছেন তিনি। আরেকটা ছবিতে তাঁকে বোনদের সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে। আর তারপরেই ছড়ায় বিয়ের খবর। আরও পড়ুন: সেনার অপমান-বিতর্কের মাঝেই আমিরের বাড়িতে তেরঙ্গা, ‘ড্যামেজ কন্ট্রোল’ বলল আমজনতা
তবে আপনাদের জানিয়ে রাখি, বিয়েটা মোটেই সারার নয়। বরং বোনের বিয়ের অনুষ্ঠানে হাতে মেহেন্দি পরছিলেন তিনি। ইতিমধ্যেই বোন গ্রিসমার সঙ্গে ছবি পোস্ট করে নিজের বিয়ের জল্পনা ফুৎকারে উড়িয়েছেন তিনি। সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বোন আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে।’ এমনকী বিয়ের দিনের আরও কিছু ছবিও সোশ্যালে শেয়ার করেছেন তিনি। ট্র্যাডিশনাল মারাঠি লুকে এদিন সেজেছিলেন সারা। নীল শাড়ি। কপালে চাঁদ-টিপ। যা মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের।
আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছরে ‘জয় হে’ গাইলেন ৭৫ শিল্পী, দেশভক্তির অনন্য উপহার