টলিপাড়ায় বাজল বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। এটা অবশ্য বিয়ে ২.০ সম্পন্ন হয়েছে রোশনির।
২০২১ সালে ১৩ অক্টোবর খাতায় কলমে বিয়ে সেরেছিলেন রোশনি। দুর্গাষ্টমীর দিন মালবদল, সিঁদুরদান করে আইনি বিয়ে সেরেছেন রোশনি এবং তূর্জ সেন। ওই বছর ডিসেম্বরে সামাজিক বিয়ের দিন পাকা ছিল দুজনের। কিন্তু আচমকাই রোশনির শ্বশুরমশাই মারা যাওয়ায় এক বছরের জন্য পিছিয়ে যায় বিয়ে।
আরও পড়ুন: পাকা খবর, রোহিতের কপ ইউনিভার্সে লেডি পুলিশ অফিসার দীপিকা, আসছে 'সিংঘম এগেইন'
৮ ডিসেম্বর সমস্ত সামাজিক নিয়ম নীতি মেনে বিয়ে সারলেন এই জুটি। ১০ তারিখ রিসেপশন পার্টি। স্বামী-স্ত্রীর সম্পর্কে আইনি স্বীকৃতি আগেই মিলেছে, এবার সমাজিকভাবে বিয়ে সারলেন। টুকটুকে লাল শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় শোলার মুুকুট পরে বিয়ে পিঁড়িতে অভিনেত্রী। দেখুন বিয়ের ছবি-