রাজস্থানে ভোটের আবহ। এরই মাঝে বৃহস্পতিবার শ্রী কৃষ্ণের জন্মভূমি মথুরায় পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কৃষ্ণ-ভক্ত মীরা বাঈয়ের ৫২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মথুরায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।
পুজো দেওয়ার পর মথুরায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। আরও পড়ুন: বলি সুন্দরীদের সঙ্গে সেলফি পাকিস্তানি গায়ক আলির, কোন ইভেন্টে দুই দেশের সেলেব একসঙ্গে
সোনালি বর্ডার সহ একটি হলুদ লেহেঙ্গায পরে এ দিন পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী। সবুজ ব্লাউজ, মাথাপট্টি, নথ এবং চমত্কার নেকলেসের পাশাপাশি পোশাকের সঙ্গে মিলিয়ে স্টেটমেন্ট সোনার গয়না পরেছিলেন তিনি। বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীর নাচের ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হেমা মালিনীর নাচের ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘এই বয়সে এত উত্সাহ দুর্দান্ত’। অন্য একজন যোগ করেছেন, ‘আশ্চর্যজনক, এত মার্জিত’! আরেকজন যোগ করেছেন, ‘হেমাজি এত স্বাচ্ছন্দ্য এবং করুণার সঙ্গে নাচছেন’।
একই সঙ্গে রাজনীতিক হেমাকে নিয়েও মন্তব্য করেছেন একাংশ নেটিজেন। কারও মন্তব্য, ‘আশ্চর্য এবং বিস্ময়কর.. তিনি যখন এটায় দুর্দান্ত তবে তাঁর কেবল এটিতেই লেগে থাকা উচিত.. রাজনীতি ছেড়ে দিয়ে এটায় মনোনিবেশ করো.. তাঁর প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আমি তাকে পছন্দ করি না’। কেউ লিখেছেন, ‘এমপির কাজ ছাড়া সব করেন তিনি’।