Jawan-Google: জওয়ান ক্রেজে সামিল গুগলও, এটা করলেই স্ক্রিন ঢাকবে ব্যান্ডেজে! সত্যি!
1 মিনিটে পড়ুন Updated: 08 Sep 2023, 07:05 PM ISTJawan: জওয়ান ক্রেজে মজলো গুগলও। এখন কেউ গুগলে জওয়ান লিখে সার্চ করলেই ঘটবে এই জিনিস।
জওয়ান ক্রেজে সামিল গুগলও
জওয়ান ক্রেজে সামিল গুগলও
জওয়ান ক্রেজে মজেছে খোদ গুগলও। গোটা ভারত এখন জওয়ান জ্বরে আক্রান্ত। দল বেঁধে সকলে শাহরুখের সিনেমা দেখতে যাচ্ছেন। এটা এই বছর মুক্তি পাওয়া কিং খানের দ্বিতীয় ছবি। আর সেটা যে আবারও বক্স অফিসে ঝড় তুলেছে সেটা স্পষ্ট। কিন্তু গুগল যে এভাবে জওয়ান নিয়ে উন্মাদনাকে উদযাপন করবে কে ভেবেছিল!
গুগল কী করেছে? নিজেই দেখে নিন। গুগল ক্রোমে গিয়ে স্রেফ জওয়ান বলে সার্চ করুন। এবার দেখুন একটা লাল রঙের ছোট্ট ওয়াকি টকি দেখা যাচ্ছে। এবার সেটাকে ক্লিক করুন। তারপরই দেখুন ম্যাজিক। গোটা স্ক্রিন জুড়ে কেবল ব্যান্ডেজ ভেসে উঠবে।
জওয়ান ছবিতে শাহরুখকে ব্যান্ডেজ বেঁধে একাধিন দৃশ্যে দেখা হয়েছে সেটাকে উদযাপন করার জন্যই এই ব্যবস্থা। এক ব্যক্তি এই বিষয়টা স্ক্রিন রেকর করে টুইটারে পোস্ট করেছেন। তিনি লেখেন, 'আপনি যদি গুগলে জওয়ান সার্চ করেন তাহলে একটি ছোট ওয়াকি টকি চলে আসবে। সেটাকে ক্লিক করলে শাহরুখ রেডি বলবেন এবং গোটা পেজ ব্যান্ডেজে ঢেকে যাবে।' বিশ্বাস না হলে নিজেই করে দেখুন।
আরও পড়ুন: জওয়ান আসলে সরকার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে দাবি নেটিজেনদের
আরও পড়ুন: জওয়ান আসতেই গদর ২-এর লসের সেঞ্চুরি, সিক্যুয়েল আসুক, লক্ষ্মীলাভের পর আশা SVF-র মহেন্দ্র সোনির