‘জওয়ান ছবিটি পুরো দক্ষিণে মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই প্রমাণ করে যে দক্ষিণের লোকজন বলিউডকে ঘৃণা করে।জওয়ান ছবির পরিচালক নিজে তামিল, এখানে দক্ষিণের একাধিক অভিনেতা রয়েছেন। তারপরেও এই হাল। এদিকে হিন্দির দর্শকরা #KGF2 #Pushpa2 #Bahubali2 #RRR দেখতে গিয়েছিলেন বোকাদের মতো।’
কেআরকে-জওয়ান
ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়ে শাহরুখের 'জওয়ান'। মুক্তির দিনেই ভারতের সবভাষা মিলিয়ে ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি-র এই ছবি। এর আগে রয়েছে কিং খানের ‘পাঠান’, যার প্রথম দিনের আয় ভারতীয় বাজারে ছিল ৫৮ কোটি টাকা। তবে এক্ষেত্রে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন শাহরুখ। অর্থাৎ 'পাঠান'-কে ছাপিয়ে গিয়েছে 'জওয়ান।'
তবে তথ্য বলছে 'জওয়ান' যে ৭৫ কোটি টাকার আয় করেছে, তারমধ্যে হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতেও ৫ কোটি। তাই কামাল আর খানের হিন্দির দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, দক্ষিণের দর্শক এখনও বলিউডকে ঘৃণাই করে। KRK টুইটারে লিখেছেন, ‘জওয়ান ছবিটি পুরো দক্ষিণে মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই প্রমাণ করে যে দক্ষিণের লোকজন বলিউডকে ঘৃণা করে। তাঁরা বলিউডের ছবি দেখতে পছন্দ করেন না। জওয়ান ছবির পরিচালক নিজে তামিল এবং এখানে দক্ষিণের একাধিক অভিনেতা রয়েছেন। তারপরেও এই হাল। এদিকে হিন্দির দর্শকরা #KGF2 #Pushpa2 #Bahubali2 #RRR দেখতে গিয়েছিলেন বোকাদের মতো।’