1 মিনিটে পড়ুন Updated: 24 Nov 2023, 11:23 AM ISTSubhasmita Kanji
Nawazuddin Siddiqui: ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও একটা সময় তাঁকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল! কিন্তু কেন?
নিচু জাত হওয়ায় গাল-মন্দ শুনেছেন নওয়াজ!
গোয়ায় বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই এদিন যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই অনুষ্ঠানে এসে তাঁর করা একাধিক চরিত্র থেকে বাস্তবে জীবনে তিনি কী কী কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেসব নিয়ে মুখ খুললেন।
নওয়াজকে কেন একসময় লাগাতার নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন?
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নওয়াজউদ্দিনকে এদিন জিজ্ঞেস করা হয় যে তিনি কেন বারবার নেতিবাচক চরিত্র বেছে নেন? প্রসঙ্গত গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, গ্যাংস অব ওয়াসিপুর, বদলাপুর, ইত্যাদি ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল। এই বিষয়ে অভিনেতা বলেন, আলাদা চরিত্র এক ভাবে অভিনয় করা, আর এক চরিত্র আলাদা ভাবে অভিনয় করার মধ্যে পার্থক্য আছে। তাঁর কাছে দ্বিতীয়টাই বেশি প্রাধান্য পায়। অভিনেতা এদিন বলেন, 'আমি অনুভব করেছিলাম যে ফয়জল খান বা রমন রাঘব ভীষণ আলাদা দুটো চরিত্র, তাঁদের চাহিদা আলাদা, দাবি আলাদা। ফলে দুটো চরিত্র আলাদা একেবারেই।'