‘সুড়ঙ্গ’ ছবির আইটেম নম্বর ‘কলিজার জান’ দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশেরই। এবার তিনি ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় কালো ক্রপ টপ আর সাইড স্লিট লং স্কার্টে।
ছোট পোশাকে চমক নুসরত ফারিয়ার।
গত কয়েকসপ্তাহ ধরেই চর্চায় আছে বাংলাদেশের ছবি ‘সুরঙ্গ’। যার অন্যতম প্রধান কারণ নিসন্দেহেই নুসরত ফারিয়া। ‘সুড়ঙ্গ’ ছবির আইটেম নম্বর ‘কলিজার জান’ দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশেরই। কেউ কেউ তো তুলনাও করে ফেলেছেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে। ‘পুষ্পা’ ছবির ‘ও অন্তভা’ গানে সামান্থার নাচের খ্যাতি ছড়িয়েছিল দিকেদিকে। আর এবার সেভাবেই চর্চায় ‘কলিজার জান’।
ছবিতে নায়ক চরিত্রে রয়েছেন আরফান নিশো। শুধু সাহসী পোশাক না, গানের কথাও কিন্তু চমক ধরানো। ঠিক তেমনই স্টেপও। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে নুসরত গানের টিজার মুক্তির পর জানিয়েছিলেন, প্রাথমিকভাবে তিনি কাজটা করতে রাজিই ছিলেন না। নুসরতের কথায়, ‘আমি প্রথমে রাজি ছিলাম না। প্রস্তাবটি পাওয়ার পর দু’সপ্তাহ পরে মত দিই।’ আরও পড়ুন: খালি গা, মাথায় ডেডলক, কপালে ছাই! শিবরূপী অক্ষয় মর্তে এলেন ভক্ত পঙ্কজের ডাকে