বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahat Fateh Ali Khan: দুবাইতে গ্রেফতার রাহাত ফতে আলি খান? সত্যিটা নিজের মুখে জানালেন পাক গায়ক
পরবর্তী খবর
দুবাইতে নাকি গ্রেফতার হয়েছেন পাক গায়ক রাহাত ফতে আলি খান। সোমবার সন্ধ্যায় আচমকাই এমন খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। মানহানির মামলায় গ্রেফতার হয়েছেন ‘জগ ঘুমেয়া’ গায়ক এমনটাও জানায় বেশকিছু পাক সংবাদমাধ্যম। আরও পড়ুন-সইফের ছবি ব্যবহার করে হুমকি ভিডিয়ো জইশের, জঙ্গি সংগঠন নিয়ে সর্তক করল জম্মু-কাশ্মীর পুলিশ!