দুজনেই সদ্য পা রেখেছেন বলিউডে। স্টার কিডের তকমা রয়েছে দুজনের ঘাড়েই। জুনায়েদ আর খুশি কাপুরের মধ্যে কী সম্পর্ক?
জুনায়েদের সঙ্গে কোন ছবিতে কাজ করবেন খুশি?
আমিরের সিনেমা ভাগ্যটা এখন খুব একটা ভালো যাচ্ছে না! পরপর কয়েকটা ছবি বাজেভাবে ফ্লপ করেছে। শেষ ছবি লাল সিং চাড্ডা নিয়ে তো তুমুল গণ্ডগোল। বয়কট করার ডাকও উঠেছিল। আর তারপর গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে খানিক বিরতি নেওয়ার কথাও ঘোষণা করেন আমির খান। এবার খবর গ্ল্যামার ওয়ার্ল্ডে মুখ দেখাতে চলেছেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান।
শোনা যাচ্ছে, সুপারহিট তামিল রম-কম 'লাভ টুডে'-এর হিন্দি রিমেকে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানকে বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। ইটাইমসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, জুনায়েদ ইতিমধ্যেই ফ্যান্টম স্টুডিয়ো দ্বারা প্রযোজনা করা চলচ্চিত্রটি করতে সম্মত হয়েছেন। খুব সম্ভবত বছরের শেষেই ছবিটা ফ্লোরে যাবে। জুনায়েদ ও খুশি দুজনের জন্যই এটা বড় অফার। আরও পড়ুন: ৬০ বছরেও টানা কাজ, জুবিলি থেকে শেষ পাতা, প্রসেনজিতের হাতে চলতি বছরে কোন কোন ছবি?