বাংলা নিউজ > বায়োস্কোপ > Rituparna Sengupta: আবারও ঢালিউডে ঋতুপর্ণা, শীঘ্রই শুরু করছেন নতুন বাংলাদেশি ছবির শুটিং
পরবর্তী খবর
Rituparna Sengupta: আবারও ঢালিউডে ঋতুপর্ণা, শীঘ্রই শুরু করছেন নতুন বাংলাদেশি ছবির শুটিং
1 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2024, 08:43 AM ISTSubhasmita Kanji
Rituparna Sengupta: বাংলাদেশি ছবিতে ফের কাজ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত! তাঁর নতুন ছবির নাম কী? কোন চরিত্রেই বা দেখা যাবে তাঁকে?
স্পর্শর পর ফের বাংলাদেশ ছবিতে ঋতুপর্ণা
আবারও বাংলাদেশি ছবিতে কাজ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগেও একাধিকবার ওপার বাংলার ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি টলিউডের একাধিক ছবিতেও তিনি বাংলাদেশি নায়কদের সঙ্গে কাজ করেছেন। এবার আবার তিনি ঢালিউডের ছবিতে অংশ নিচ্ছেন। গত বছরের স্পর্শর পর এবার কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
বাংলাদেশি ছবিতে ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্ত গত বছরই একটি বাংলাদেশি ছবিতে কাজ করেছেন। সেই ছবিটির নাম ছিল স্পর্শ। তখন কাজের জন্য তিনি বাংলাদেশ এসেছিলেন। এবার আবার নতুন ছবির জন্য ইতিমধ্যেই ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছেন। ওপার বাংলায় গিয়ে, থেকে দুমাস কাজ করার অনুমতি পেয়েছেন তিনি। বাংলাদেশের তথ্য মন্ত্রকের তরফে তাঁকে এই অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর কাছে একটি চিঠি এসেছে এই বিষয়ে, যেখানে দেখা যাচ্ছে যে ঋতুপর্ণাকে কাজের অনুমতি দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপসচিব সইফুল ইসলাম। তাঁর সই দেখা গিয়েছে সেই চিঠিতে।
ঋতুপর্ণা সেনগুপ্তর এই আসন্ন ছবিটির নাম বাঙালি বিলাস। শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং। ফের ঢাকায় উড়ে যাবেন নায়িকা।
বাঙালি বিলাস প্রসঙ্গে
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া এই ছবিতে আর কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে সেটা এখনো জানানো হয়নি। এমনকি প্রকাশ্যে আসেনি শুটিং কবে থেকে শুরু হবে সেই কথাও। তবে এই ছবিটির প্রযোজনা করছেন এবাদুর রহমান। পরিচালনার দায়িত্বও তাঁরই কাঁধে।
ঢালিউডের একাধিক ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। সেদেশের তাঁর প্রথম ছবি ছিল ১৯৯৭ সালের স্বামী কেন আসামি। এছাড়া তিনি মেয়েরাও মানুষ, রাঙা বউ, দেশ দরদী, অগ্নিবীণা, ইত্যাদি ছবিতেও কাজ করেছেন।