শুক্রবার অর্থাৎ ২৭ জুন ছিল অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন। জন্মদিন মানে পার্টি, পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে হইচই তো থাকেই। তবে এবারের জন্মদিনটা খুব বিশেষ ছিল নায়িকার কাছে। কারণ এদিনই এই বছর ছিল রথযাত্রা। আর রথযাত্রা মানেই নায়িকার কাছে ইসকনের মন্দিরের রথ। এবারও তার ব্যতিক্রম নয়। নিজের জন্মদিনে ভগবানের আশীর্বাদ নিতে ও রথযাত্রা উদযাপন করতে মায়াপুর ইসকনের মন্দিরের হাজির হয়েছিলেন নায়িকা। সেখানেই কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।
মঙ্গলবার এই সুন্দর উদযাপনের বেশ কিছু ছবি ও ভিডিয়ো তিনি সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে প্রথম ছবিতে তাঁকে আরতির থালা হাতে প্রণাম করতে দেখা যায়। গোলাপি, হলুদ ও বেগুনী রঙের চুড়িদার, কানে ঝোলা দুল, হালকা মেকআপ ও গলায় গোরের মালাতে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। তারপরই একটি ভিডিয়োতে ইসকনের মন্দিরে কেক কাটতে দেখা যায় নায়িকাকে। সেখানে উপস্থিত সকলে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলেন।
আরও পড়ুন: হয়ে গেল 'রোশনাই'-এর শেষ দিনের শ্যুটিং! 'দেড় বছর ধরে চলা…', আবেগে ভাসলেন পর্দার 'সুরঙ্গমা' উষসী
তবে এই ছবিগুলির পাশাপাশি রুক্মিণী তাঁর বাড়ির উদযাপনের বেশ কিছু ছবিও ভাগ করে নেন। সেখানে অভিনেত্রীকে প্রেমিক অভিনেতা দেবের সঙ্গে দেখা যায়। ছবিতে কালো রঙের গাউনে ধরা দিয়েছিলেন নায়িকা। তাছাড়াও সাদা উপর কালো পোলকা ডট দেওয়া গাউনেও নায়িকাকে দেখা গিয়েছে কিছু ছবিতে। পরিবারের সকলকে নিয়ে করা জন্মদিনের পার্টিতে দেবকে পাশে নিয়েই কেক কাটতে দেখা যায় রুক্মিনীকে।
তাঁর জন্মদিনের নানা মুহূর্তের ছবি ভাগ করে, অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘এই জন্মদিনটা সম্ভবত আমার সবচেয়ে স্মরণীয় জন্মদিনগুলোর মধ্যে একটা ছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে উদযাপন করা থেকে শুরু করে, আমার জন্মদিনের সকালে ইসকন মায়াপুরে পবিত্র রথযাত্রায় আমন্ত্রিত হওয়া এবং রাধা কৃষ্ণের উপস্থিতিতে এবং আশীর্বাদে আমার জন্মদিন উদযাপন করা! এটা প্রায় আমার শৈশবকে আবার ফিরে পাওয়ার মতো ছিল!’
আরও পড়ুন: সায়ক চক্রবর্তীর দাদা ও 'কুটনি বৌদি’র ডিভোর্স! বিয়ে ভাঙছে অভিনেত্রী সুস্মিতার
তিনি আরও লেখেন,'আমার সমস্ত প্রিয় অনুরাগী, বন্ধু-বান্ধব এবং পরিবার আমাকে যে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, বরাবরের মতো। আমার সবচেয়ে বড় আশীর্বাদ হল বছরের পর বছর ধরে আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা। আমার মন ভরে গিয়েছে। এই ভাবেই আমাকে ভালোবেসে যান, আমার পাশে থাকুন আর আমার জন্য প্রার্থনা করুন।'