সদগুরু বলেন, ‘এই ক্ষেত্রে ‘এ’ শংসাপত্রে কিশোর-কিশোরীদের অন্তর্ভুক্ত করা উচিত। এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানব শরীর, একজন ব্যক্তির জৈবিক চাহিদার বিষয়ে মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল উপায়ে শিক্ষা দেওয়াটা জাতি গঠনের জন্য খুবই প্রয়োজন। যা এখানে রয়েছে, এটা সকলের জন্যই প্রযোজ্য। #OMG2।’
সদগুরু-OMG-2
OMG- মুক্তি পেয়েছিল ২০১২ তে। ছবিটা ছিল সুপারহিট। তারই সিক্যুয়েল হিসাবে আসতে চলেছে OMG-2। এই ছবি ঘিরে অবশ্য কিছু কম বিতর্ক বাঁধেনি। তবে অবশেষে A-সার্টিফিকেট নিয়েই মুক্তি পেতে চলেছে OMG-2। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অক্ষয়ের এই ছবি দেখে ফেলেছেন ‘সদগুরু’। অক্ষয় নিজেই সদগুরু এবং ইশা যোগ কেন্দ্রের সদস্যদের জন্য ছবিটি দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু অক্ষয়ের এই ছবি দেখে কী বললেন সদগুরু?
সদগুরুর কথায়, এই ছবি ভীষণভাবেই সময় উপযোগী। তবে OMG2কে 'এ' সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন তিনি। ঠিক কী বলেছেন সদগুরু?
সদগুরু বলেন, ‘এই ক্ষেত্রে ‘এ’ শংসাপত্রে কিশোর-কিশোরীদের অন্তর্ভুক্ত করা উচিত। এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানব শরীর, জীববিজ্ঞান বোঝা এবং একজন ব্যক্তির জৈবিক চাহিদার বিষয়ে মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল উপায়ে শিক্ষা দেওয়াটা জাতি গঠনের জন্য খুবই প্রয়োজন। যা এখানে রয়েছে, এটা সকলের জন্যই প্রযোজ্য এবং ন্যায়সঙ্গত। -এসজি #OMG2।’ প্রসঙ্গত 'এ' সার্টিফিকেট দেওয়া ছবি বলতে প্রাপ্তবয়স্কদের ছবি বোঝায়। তবে সদগুরু মনে করছেন এই ছবি কিশোর-কিশোরীদের দেখারও উপযোগী।