ভাইরাল হয়েছে এক শাহরুখ অনুরাগীর ‘বেকারার করকে হামে’ গানে নাচের ভিডিয়ো। শাহরুখ তো ছবির জন্য তৈরি করা মেট্রোর সেটে এই গানে নেচেছেন, অভিনয় করেছেন। তবে কিং খানের এই অনুরাগী সত্য়িই মেট্রোর মধ্যে নাচতে শুরু করেছিলেন। ঘটনাটি দিল্লি মেট্রোর বলে জানা যাচ্ছে।
শাহরুখ অনুরাগীর ‘বেকারার করকে হামে’ গানে নাচ
শাহরুখ আর 'জওয়ান', আপাতত এতেই মজে রয়েছেন ভারতীয় সিনেমাপ্রেমীরা। তবে 'জওয়ান'-এ ‘টাকলু’ শাহরুখের মেট্রোর মধ্যে ‘বেকারার করকে হামে’ গান ছবি মুক্তির বহু আগে থেকেই সুপারহিট। গানটি যদিও বহু পুরনো। তবে শাহরুখের হাত ধরে নতুন করে বেশ চর্চায় উঠে এসেছে এই গান।
এদিকে শাহরুখে মজে তাঁর বহু অনুরাগীই 'জওয়ান'-এর গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করছেন। এরই মাঝে ভাইরাল এক শাহরুখ অনুরাগীর ‘বেকারার করকে হামে’ গানে নাচের ভিডিয়ো। শাহরুখ তো ছবির জন্য তৈরি করা মেট্রোর সেটে এই গানে নেচেছেন, অভিনয় করেছেন। তবে কিং খানের এই অনুরাগী সত্য়িই মেট্রোর মধ্যে নাচতে শুরু করেছিলেন। ঘটনাটি দিল্লি মেট্রোর বলে জানা যাচ্ছে।
কোরিওগ্রাফার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারী আনমোল কে এই শাহরুখ অনুরাগীর ভিডিওটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমার জওয়ান মুহূর্ত, আপনারটা কোথায়?’ নিজে SRK-কে ট্যাগ করে লিখেছেন, ‘আপনার ছোট্ট একজন অনুরাগী স্যার’। ভিডিয়োতে এই অনুরাগীকে জিন্সের জামা-প্যান্ট পরে, চোখে সানগ্লাস পরে নাচতে দেখা যাচ্ছে। আশেপাশের যাত্রীদেরও তাঁর নাচে মজে থাকতে দেখা যাচ্ছে।