অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে প্রায় সকলকেই অবাক করে দিয়েছে। মাত্র ৪২ বছর বয়সী শেফালীই যে এত অল্প বয়সে পৃথিবীকে এভাবে বিদায় জানাবেন, তা কেউ বিশ্বাস করতে পারছেন না। গত ২৭ জুন আচমকাই আসে এই মৃত্যুর খবর, পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির। ‘কাঁটা লাগা’ গার্ল নামে পরিচিত এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে যৌবন ধরে রাখার জন্য ওষুধ খাচ্ছিলেন বলে জানা যায়। এবার উঠে এল নতুন খবর।
শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিনও ভিটামিন সি-ফোর ট্রিপ নিয়েছিলেন অভিনেত্রী। সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিন শেফালি ভিটামিন সি IV ড্রিপ (ইন্ট্রাভেনাস ভিটামিন সি থেরাপি নামেও পরিচিত) খেয়েছিলেন। শেফালির সেই বন্ধু বলেন, ‘সেদিন ভিটামিন সি IV ড্রিপ খেয়েছিল। তবে আগেই বলেছি, ভিটামিন সি গ্রহণ করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আমরা সবাই ভিটামিন সি খেয়ে থাকি, তাই না? আমার মনে হয় কোভিডের পর মানুষ যতটা সম্ভব নিয়মিত ভিটামিন সি খেতে শুরু করেছে। এবং ভিটামিন সি এমন একটি জিনিস যা আমিও গ্রহণ করি। সুতরাং এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।’
পূজা তার সাক্ষাৎকারে জানিয়েছেন, পুলিশ যখন তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছিল, তখন তিনিও সেখানে ছিলেন। ‘আমি যখন সেখানে দাঁড়িয়ে ছিলাম, তখন পুলিশ সেই ব্যক্তিকে ডেকেছিল যিনি তাকে আইভি ড্রিপ দিয়েছিলেন। শেফালি ঠিক কী ওষুধ খেয়েছিলেন তা জানার জন্য ডাকা হয় এবং তারপর পুলিশ জানতে পেরেছিলেন যে তিনি আইভি ড্রিপ নিয়েছিলেন,’।