ওশেফালি জরিওয়ালার আকস্মিক এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যুর খবরে অনেক সেলিব্রিটি ও অনুগামীরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শেফালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর প্রাক্তন স্বামী হরমিত সিং, যিনি বর্তমানে লন্ডনে থাকেন। হরমিত সিং এবং তাঁর ভাইও অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা দুঃখিত যে তারা শেষকৃত্যে অংশ নিতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হরমিত সিং অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর সঙ্গে কাটানো সুন্দর সময়ের কথা স্মরণ করেছেন। ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমিত সিং বলেন, ‘আমার মনে আছে, দুই-তিন বছর আগে আমি বাংলাদেশে একটি শো করতে গিয়েছিলাম। সানি লিওন, শেফালি আর আমি প্রাইভেট প্লেনে ফিরে এসেছিলাম। সেদিন আমি ও শেফালি মুখোমুখি বসে অনেকক্ষণ গল্প করেছিলাম।’
আরও পড়ুন-বিগ বস ১৯-এ বিশেষ চমক, এবার প্রতিযোগী হয়ে আসছেন সংযুক্ত আরব আমিরাতের AI পুতুল
হরমিত জানান, কোনও ইভেন্ট বা পার্টিতে দু'জনের মুখোমুখি হলে দু'জনে একে অপরের সঙ্গে ভালো ভাবেই দেখা করতেন। শেফালি আর এই পৃথিবীতে নেই এই খবর হৃদয়বিদারক। প্রসঙ্গত, হরমিত সিং এবং শেফালি জারিওয়ালা ২০০৫ সালে বিয়ে করেছিলেন এবং ২০০৯ সালে তাঁরা আলাদা হয়ে যান।
শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার ইনস্টাগ্রামে হরমিত লেখেন, ‘শেফালি জরিওয়ালার আকস্মিক ও অকাল মৃত্যুর খবর আমি বিধ্বস্ত এবং বিশ্বাস করতে পারছি না। আমরা একসঙ্গে চমৎকার সময় কাটিয়েছি, এটা এমন একটা সময় যা সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে।’ জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শেফালি জারিওয়ালার।