কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ধর্ষণের অভিযোগ। এক আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ। তবে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি বিশেষ বিষয়ে সতর্ক করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, নির্যাতিতার পরিচয় যাতে গোপন থাকে সেই সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে কসবার ঘটনার ক্ষেত্রে ।
সেখানে কলকাতা পুলিশ জানিয়েছে, 'এটা নজরে এসেছে যে কসবা কেসে ভিকটিমের পরিচিতি সামনে আনার চেষ্টা করা হচ্ছে। গোপন নথি আদানপ্রদান বা অন্যভাবে এই পরিচয় ফাঁস করার চেষ্টা করা হচ্ছে। এটা আইনের বড় লঙ্ঘন।
এই ধরনের কাজে যারা যুক্ত থাকছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের তথ্য আদানপ্রদান থেকে বিরত থাকার জন্য পাবলিককে পরামর্শ দেওয়া হচ্ছে। যে তথ্য়ের মাধ্য়মে নির্যাতিতার পরিচয় প্রকাশ পাবে তেমন কাজ থেকে বিরত থাকুন।
নির্যাতিতার মর্যাদা রক্ষা করা ও তাঁর গোপনীয়তা রক্ষা করা এটা আইনগত বাধ্য়বাধকতা ও নীতিগত বিষয় রয়েছে। ' জানিয়েছে কলকাতা পুলিশ।
ওয়াকিবহাল মহলের মতে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনওভাবেই নির্যাতিতার পরিচয়কে সামনে আনা যায় না। আরজিকরের ঘটনার ক্ষেত্রেও তরুণী চিকিৎসকের পরিচয় গোপন রাখা হয়েছিল। এক্ষেত্রেও নির্যাতিতার মর্যাদা ও তাঁর পরিচয় গোপন রাখার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেকারণেই এবার বিশেষ পরামর্শ দিল কলকাতা পুলিশ।